রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্প কোন পথে টানিতেছেন বিশ্বকে?


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্প বস্তুত কী চাহিতেছেন? গত বৃহস্পতিবার সিরিয়ার উপরে আমেরিকান ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা, এই প্রশ্নটিকে নূতন করিয়া সামনে লইয়া আসিয়াছে। অভ্যন্তরীণ রাজনীতি কিংবা আন্তর্জাতিক সম্পর্কের তেমন কোনো তোয়াক্কা না করিয়া আমেরিকার প্রেসিডেন্ট সিরিয়ায় হামলাসহ যেই সমস্ত তত্পরতায় মনোযোগ স্থাপন করিতেছেন, সেইগুলি আমেরিকা তথা এই বিশ্বকে কোন পথে টানিয়া লইতেছে?

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী অধিকৃত অঞ্চলে সাধারণ মানুষজনের উপরে পরিচালিত রাসায়নিক বোমা হামলার সপক্ষে বলিবার কোনো কথা থাকিতে পারে না। রাসায়নিক হামলার জন্য দায়ী পক্ষকে যথোচিত শাস্তিদানের বিষয়টিও স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সমপ্রদায়ের বিবেচনায় আসিতে পারে। কিন্তু ট্রাম্প নিজেই সকল দায়িত্ব স্কন্ধে তুলিয়া লইয়া হামলা চালাইয়া ফেলিলেন। জাতিসংঘ, বিভিন্ন মিত্র দেশ কিংবা বিশ্ব জনমত কোনো কিছুই তিনি বিবেচনায় রাখিলেন না। এমনকি, নিজ দেশের আইনসভা অর্থাত্ কংগ্রেসের সহিতও কোনো পরামর্শ করিলেন না। হামলা চালাইবার পূর্বে গত্বাঁধা এক ভাষণে ‘সকল সভ্য জাতিকে’ সিরিয়ায় হত্যাকাণ্ড বন্ধ ও বিশ্বব্যাপী চলমান সকল ধরনের সন্ত্রাসবাদ বন্ধে আহ্বান জানাইয়া রাখিয়াছেন। এইগুলি যে কথার কথা, তাহা কে না বুঝিতে পারে? সিরিয়ার হামলাটি লইয়া আলোচনা-সমালোচনা অধিক হইলেও, গত কয়েক সপ্তাহ ধরিয়াই ইরাক ও ইয়েমেনের মতো দেশে মার্কিন বিমান হামলা উল্লেখযোগ্য হারে বাড়িয়া গিয়াছে। উত্তর কোরিয়া ও চীনের মতো দেশগুলিকে হুমকি দেওয়াটা প্রায় নিয়মিত বিষয়ে পরিণত করিয়া ফেলিয়াছেন ট্রাম্প।

ট্রাম্প কেন এমন করিতেছেন? এই প্রসঙ্গে নানাজনের নানা মত রহিয়াছে। একপক্ষ মনে করিতেছেন যে, ট্রাম্পের নিকট রাজনীতি হইতেছে ব্যবসায়-সম। কখন ঝোপ বুঝিয়া কোপ মারিয়া ফায়দা তুলিয়া লইতে হইবে তাহা বুঝিতে তিনি পারঙ্গম। তবে অন্যদল বিষয়টিকে এত সরলভাবে দেখিতে নারাজ। তাহাদের মতে, ট্রাম্প মূলত তাঁহার উপরে ক্রমশ চাপিয়া বসিতে থাকা বিষয়াদি হইতে অন্যদিকে দৃষ্টি ঘুরাইয়া দিবার প্রাণপণ চেষ্টার অংশ হিসাবেই নানা ধরনের হুমকি ও হামলার কৌশল বাছিয়া লইয়াছেন। ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়ের সর্বাগ্রেই থাকিতেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহিত তাহার সম্পর্কের প্রসঙ্গ। নির্বাচন ও নির্বাচনপূর্ব সময়ে পুতিন ও ট্রাম্পের সম্পর্ক লইয়া নানাবিধ আলোচনা সর্বমহলেই চালু রহিয়াছে। হিলারি ক্লিনটনকে হারাইয়া ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আনিবার জন্য রাশিয়ার নানাবিধ তত্পরতার অভিযোগও জোরেশোরে উত্থাপিত হইয়াছে। ট্রাম্প ঘনিষ্ঠ লোকজনের রাশিয়া-সংযোগের প্রমাণাদি বাহির হইতে শুরু করিয়াছে। মার্কিন সংবিধান বিশেষজ্ঞদের কেহ কেহ মনে করেন এই সমস্ত অভিযোগের যেকোনোটির সত্যতা ট্রাম্পকে এমনকি অভিশংসনের মুখে লইয়া যাইতে পারে। ট্রাম্পকে লইয়া সন্দিহান বিশ্লেষকেরা এহেন আশঙ্কার মধ্যেই ট্রাম্পের নিত্য-নূতন হুমকি-হামলার মূল দেখিতে চাহিতেছেন। উত্থাপিত অভিযোগ ফয়সালা হইতে অনেক সময় লাগিয়া যাইতে পারে। উত্থাপিত অভিযোগের সত্যতা কোনোদিন নাও মিলিতে পারে। কিন্তু ট্রাম্প যেইভাবে পরিস্থিতি উত্তপ্ত করিয়া তুলিতেছেন তাহা কোনোভাবেই বিশ্বশান্তির জন্য শুভ হইতেছে না।

১২ এপ্রিল, ২০১৭ ইং/চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি