সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মমতার মাথার দাম ১১ লক্ষ টাকা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বীরভূমের সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষুব্ধ ভারতীয় জনতা যুব মোর্চা নেতা যোগেশ ভার্সনে। ক্ষুব্ধ নেতার ঘোষণা তাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা যে কেটে এনে দিতে পারবেন তাকে তিনি ১১ লক্ষ টাকা পুরস্কার দেবেন।

মঙ্গলবার সকালে বীরভূম জেলার সিউড়ির বড়বাগান এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষ্যে মিছিল বের করেছিল একটি ধর্মীয় সংগঠন। মাথায় ফেট্টি বেঁধে, হাতে গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তাতে পা মেলান কয়েকশো তরুণ। পুলিশ সূত্রে দাবি, মিছিলের জন্য কোনও অনুমতিই নেওয়া হয়নি। তাই একটু দূরেই মিছিল আটকে দেওয়া হয়। কিন্তু, মিছিলে অংশগ্রহণকারীরা সে কথায় কান দেননি। উল্টে পুলিশকে ধাক্কা অবজ্ঞা করে তারা মিছিল নিয়ে এগিয়ে যায়।

দুপুরের পর সিউড়ি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যায় সেই মিছিল। পুলিশ সেখানে আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল। কিন্তু, মিছিলে অংশগ্রহণকারীরা সেই ব্যারিকেডও ভেঙে এগিয়ে যায়। বাধা দিলে, মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু করে দেয়। পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ ভারতীয় জনতা যুব মোর্চার ওই নেতা। তারপরই ক্ষুব্ধ ওই নেতার ঘোষণা, তাকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এনে দেবে, তাকে তিনি ১১ লক্ষ টাকা পুরস্কার দেবেন।

ওই যুব নেতা যোগেশ ভার্সনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় রাম নবমীর সময় কখনও সরস্বতী পুঁজা বা মেলার অনুমতি দেন না। হনুমান জয়ন্তীর মিছিলে অংশগ্রহণকারীদের ওপর মারাত্মকভাবে লাঠিচার্জ করেছে বাংলার পুলিশ। সেটা অমানবিক। ওই নেতার দাবি যারা গতকাল আহত হয়েছে, তারা কেউ কোনও রাজনৈতিক সংগঠনের সমর্থক ছিল না। তারা একটি ধর্মীয় সংগঠনের সদস্য এবং হনুমান ভক্ত।

ওই নেতা আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ইফতার পার্টির আয়োজন করে কোনও একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের সমর্থনে।

প্রসঙ্গত, রবিবারই সিউড়ি পুলিশ জানিয়ে দিয়েছিল মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কোনও সমাবেশ, মিছিলে তাদের অনুমতি নেই। যদিও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় তারা মিছিলে কোনও অস্ত্র নিয়ে আসনে না, কিন্তু পুলিশ তাদের সিদ্ধান্ত থেকে একচুলও সরেনি।

১২/০৪/ ২০১৭ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি