রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কী হলো ট্রাম্পের?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মাথায় ট্রাম্পের পররাষ্ট্রনীতির সুর সম্পূর্ণ উল্টে গেছে। রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বা ন্যাটোর সঙ্গে সহযোগিতা, সব ক্ষেত্রেই ট্রাম্প পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন।

নির্বাচনের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াশিংটনের পুরোনো ব্যবস্থায় পরিবর্তন আনবেন। এর অন্যতম প্রধান ইঙ্গিত ছিল নতুন ধারার কূটনৈতিক সম্পর্ক।

নির্বাচনী প্রচারণায় চীনকে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার অবমূল্যায়নকারী হিসেবে অভিহিত করে দেশটির তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ন্যাটোর সমালোচনা করে তিনি একে ‘সেকেলে’ বলে মন্তব্য করেন। অন্য দিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ব্যাপারে জোর দেন তিনি।

কিন্তু সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বা সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন মন্তব্য করছেন ট্রাম্প। মস্কোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন তিনি। কিন্ত বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে- এমন দাবি তার। ন্যাটোর ব্যাপারে এখন তিনি বলছেন, ন্যাটো আসলে ‘সেকেলে’ নেই এবং এর প্রয়োজন আছে বলে স্বীকার করছেন তিনি।

ট্রাম্প স্বীকার করেছেন, সিরিয়া হামলার পর রুশ-মার্কিন সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। অন্যদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের মধ্যে হৃদ্যতা বেড়েছে বলে দাবি করছেন ট্রাম্প।

ট্রাম্পের এই পরিবর্তনের মূলে রয়েছে, তার মন্ত্রিসভার ভেতরে অন্তদ্বন্দ্ব। বিশেষত, স্টিভ ব্যাননের প্রভাব খর্ব হওয়ার পরপরই এ ধরনের পরিবর্তন শুরু হয়।

বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় আসার আগে কূটনীতিতে ট্রাম্প ছিলেন অনভিজ্ঞ। কিন্ত প্রেসিডেন্ট হওয়ার পর খুব দ্রুত তিনি অভিজ্ঞতা অর্জন করা শুরু করেন। এখন আবার সেই সব অভিজ্ঞতা তাকে হিসাবি সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। এ ছাড়া আগে ব্যাননের মতো নব্যপন্থিদের সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী দলের উপর নির্ভর করলেও এখন তা মূল সহায়তাকারী মাট্টিস, টিলারসন ও ম্যাকমাস্টারসহ সনাতনপন্থিরা।

13 Apr, 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি