রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উত্তর কোরিয়াকে বাঁচাতে লক্ষাধিক সেনা মোতায়েন চীনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উত্তর কোরিয়ার বন্ধু হিসেবে বিশ্ব মঞ্চে পরিচিত চীন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়ে উত্তর কোরিয়ার পরিস্থিতি এখন নাজুক। এবার উত্তর কোরিয়ার সাহায্য করতে এগিয়ে এল চীন।

দেশটির সীমান্তে দেড় লক্ষ সেনাবাহিনী মোতায়েন করেছে চীন। উত্তর কোরিয়ায় কেউ আগ্রাসন চালালে চীনের এই সেনাসদস্যরা ঝাঁপিয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

কোরীয় উপদ্বীপে মার্কিণ রণতরী অবস্থান করছে। উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোরও ইঙ্গিত দিয়েছে আমেরিকা। তার জবাব হিসেবে উত্তর কোরিয়ার পূর্ব সীমান্তে সেনাসদস্য মোতায়েন করেছে চীন।

তবে কোনো অঘটন যাতে না ঘটে সে জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনেও আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি