রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নদীতে মিলল যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হাডসন নদী থেকে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ম্যানহাটনের পাশ থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই নারী বিচারকের নাম শিলা আবদুস সালাম (৬৫)। আবদুস সালাম আপিল বিভাগের সহযোগী বিচারক ছিলেন। বুধবার সকালে তিনি তাঁর হার্লিনের বাড়ি থেকে নিখোঁজ হন।

পরে দুপুরে নদীতে তাঁর লাশ পাওয়া যায়।

পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে হাডসন পার্কওয়ের কাছে ১৩২ নম্বর রাস্তার পাশে নদীতে ভাসমান অবস্থায় বিচারক শিলা আবদুস সালামের লাশ পাওয়া যায়। পরে তাঁর স্বামী আবদুস সালাম মৃতদেহ শনাক্ত করেন।

সূত্র বলছে, কোনো ধরনের মানসিক আঘাত বা দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার মতো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিলা আবদুস সালাম ছিলেন প্রথম মুসলিম নারী বিচারক। আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে আবদুস সালামই প্রথম আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি