শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফিফার কাছে ক্ষমা চাইবেন না মেসি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লিওনেল মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে আনতে বেশকিছু দিন আগেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে আপিল করেছিলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী চার মে অনুষ্ঠিত হবে আপিলের শুনানি। এদিন শুনানিতে উপস্থিত থাকতে হবে মেসিকে।

গুঞ্জণ শোনা যাচ্ছিলো, সশরীরে উপস্থিত থেকে ফিফার কাছে ক্ষমা চাইলেই হয়তো মেসির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে বা তার শাস্তি কমিয়ে আনা হতে পারে। কিন্তু আর্জেন্টাইন গণমাধ্যম দাবি করছে, শুনানিতে হাজির হলেও নিজের আচরণের জন্য ক্ষমা চাইবেন না মেসি

এএফএর নতুন সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছিলেন, ফিফার শুনানিতে মেসির উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে দেশটির একটি গণমাধ্যম বলছে, মেসি নাকি নিজে থেকেই জানিয়েছেন ক্ষমা ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। তাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলেও বিচলিত হবেন না তিনি।

ফিফার শুনানিতে ভিডিও ক্লিপ দেখিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন প্রমাণ করতে চায় ম্যাচ চলাকালীন সহকারী রেফারিকে উদ্দেশ্য করে মেসি কোনরকম অশালীন ভাষা ব্যবহার করেননি। তাদের বিশ্বাস, এটি প্রমাণ করতে পারলেই হয়তো মেসির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে ফিফা। তাতে বেঁচে থাকবে আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপ খেলার আশাও।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী চার মে মেসির শুনানির দিন ফিফার দফতরে হাজির হয়ে ফেডারেশনের কর্মকর্তারা ভিডিও ক্লিপটি উপস্থাপন করবেন। সেখানে দেখানো হয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারির সঙ্গে তর্ক চলাকালীন মেসি আক্ষরিক যে শব্দগুলো ব্যবহার করেছেন বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের পরও তিনি এটা করেছিলেন।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি