শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিনিয়োগের পরিধি বাড়াতে ওমানের সঙ্গে চুক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ ও ওমানের  উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগের পরিধি বাড়াতে চুক্তি করতে যাচ্ছে সরকার।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ওমান সরকারের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি হবে। অনেকগুলো দেশের সঙ্গে আমাদের বিনিয়োগ চুক্তি হয়েছে, এটাও সে রকম।’

তিনি আরো বলেন, ‘এ চুক্তি হলে উভয় দেশের বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি পাবে। কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর দুই দেশ এখন এ চুক্তিটি স্বাক্ষর করবে।’

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি