শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর ১৫ শতাংশ হারে : অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী ১ জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর করা হবে। ১৫ শতাংশ হারে নতুন এ ভ্যাট আইন কার্যকর করার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ বিষয়ে অর্থমন্ত্রী বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন। আর ব্যবসায়ীরা বলেছেন, ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হলে পণ্যমূল্য বৃদ্ধি পাবে। তাই এ হার ১০ শতাংশ করা উচিত।

নতুন ভ্যাট আইন বিষয়ে আজ সোমবার সচিবালয়ে ব্যবসায়ী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে অর্থমন্ত্রীর বৈঠক শেষে দুই মন্ত্রী ও ব্যবসায়ীরা সাংবাদিকদের কাছে একথা বলেন।

বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে থেকে বেরিয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কোনোভাবেই ভ্যাট কমানো হবে না। ১৫ শতাংশ হারেই ভ্যাট দিতে হবে এবং তা আগামী অর্থবছরের শুরু থেকেই কার্যকর হবে। তবে ব্যবসায়ীরা ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার দাবি জানিয়েছেন।

পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, একদিকে যেমন ভ্যাট আইন কার্যকর করতে হবে। অন্যদিকে আবার সাধারণ মানুষের স্বার্থের দিকটিও দেখতে হবে। আর অর্থমন্ত্রী এ ক্ষেত্রে নিঃসন্দেহে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ফলপ্রসূ ও যুক্তিপূর্ণ আলোচনা হয়েছে। আমাদের রাজনৈতিক সরকার, অনেক কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে, সরকারের মেয়াদেরও শেষ সময় এখন। মূসক আইনও কার্যকর করতে হবে, আবার সাধারণ মানুষের স্বার্থের দিকটিও দেখতে হবে। ক্ষুদ্র আকারে হলেও আমরা আবার বসব। তবে অর্থমন্ত্রী বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন নিঃসন্দেহে।

১৫ শতাংশ মূসক বাস্তবসম্মত কী-না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা যখন কথা বলি রাজনৈতিক ভাষায় কথা বলি। তবে এমন সিদ্ধান্ত নেয়া হবে, যাতে সবাই খুশি হবেন ব্যবসা-বাণিজ্য যারা করেন, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও।

বৈঠকে উপস্থিত এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, দেশে দুই কোটি ২৪ লাখ মাঝারি ব্যবসায়ী রয়েছেন। এই মার্জিনাল বিজনেস কমিউনিটির জন্যই আমরা এখানে প্রতিনিধিত্ব করছি। আমরা চাই এটা সিমপ্লিফাইডওয়েতে এবং বিজনেস কমিউনিটিকে যুক্ত করে তারপর যাতে ভ্যাট আইনের প্রয়োগ করা হয়।

তিনি বলেন, যেহেতু ২০১২ সাল থেকে এটি নিয়ে আলোচনা চলছে, সেহেতু অবজারভেশন ইজ জেনুইন। তিনি এটা বিবেচনায় নিয়েছেন। আমরা ভ্যাট ১০ শতাংশ রাখার কথা বলেছি। উনি নোট নিয়েছেন, উনি (অর্থমন্ত্রী) বলেছেন, আরেকবার ক্ষুদ্র আকারে আলোচনা করে বাস্তবায়নে যাবেন।

ভ্যাট আইন কার্যকর প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই আমাদের বিষয়গুলো সুরাহা করে আলাপ আলোচনার ভিত্তিতে যেন তা করা হয়। উনি জনগণের প্রতিনিধি। জনগণের সরকার। জনগণের সেন্টিমেন্ট এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সেন্টিমেন্টকে উপেক্ষা করে এটি করবে না বলে আমাদের বিশ্বাস।

এফবিসিসিআই উপদেষ্টা ও ভ্যাট আইন বিশেষজ্ঞ মঞ্জুর আহমেদ বলেন, আমরা যেটা বলতে চাই, অর্থমন্ত্রী কিন্তু এক্সটেনশন অব ব্যুরোক্রাসি না। আমলারা যা বলে দেবে, তা করা তার কাজ না। উনি জনগণের প্রতিনিধি। তাকে কনজিউমার ইন্টারেস্ট দেখতে হবে। ১৫ শতাংশের টোটাল ভ্যালু কনজিউমার লেভেলে যাতে ৪৫ শতাংশ না হয়ে যায়।

তিনি বলেন, আমরা বলেছি, যারা কিনে কনজিউমারের কাছে বিক্রি করেন, সেখানে ভ্যাটের রেট যেন দশমিক পাঁচ শতাংশের বেশি না হয়। ইউরোপে এটা দশমিক আট শতাংশ আছে। আমাদের এখানে যাতে সবাই ভ্যাট দিতে আগ্রহী হয়। ১৫ শতাংশ দিতে হলে কেউ আগ্রহী হবে না। তাতে জীবন যাত্রার ব্যয় বাড়বে। মুদ্রাস্ফীতি হবে।

এদিকে, নতুন আইনে চার হাজার ৮০০ পণ্যে ১৫ শতাংশ মূসক আরোপিত হবে। কিন্তু ব্যবসায়ীরা এখন পর্যন্ত এ ব্যাপারে একমত হতে পারেননি। তারা চান, সাত থেকে ১০ শতাংশ মূসক আরোপ করা হোক। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্যাকেজ মূসক চান। যদিও এনবিআর বলছে, আইনে সেই সুযোগ নেই। আগামী অর্থবছরে সরকার যে প্রায় সাড়ে চার লাখ কোটি টাকার বাজেট দিতে চায়, তার সিংহভাগ জোগান দেবে এনবিআর। আর রাজস্ব আয়ের অন্যতম উৎস হবে ভ্যাট।

পূর্বাশানিউজ/১৮-এপ্রিল,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি