বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এই নারীই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দিন কয়েক আগে ইতালির এমা মোরেনো পরলোকগমন করেছেন। তিনি ১৮৯৯ সালের নভেম্বর মাসে জন্মেছিলেন। তিন শতাব্দী দেখে ফেলা এমাই ছিলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি পরলোকগমন হওয়ার পরে এবার সেই তকমা জুটল জ্যামাইকার ভায়োলেট ব্রাউনের কপালে। ব্রাউনের বয়স এই মুহূর্তে ১১৭ বছর। তিনি ১৯০০ সালের ১০ মার্চ জন্মেছেন। এমার পরলোকগমনের পর তিনিই যে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ তা টুইট করে জানিয়েছেন জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস।
জানা গেছে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে জীবিত সবচেয়ে বয়স্কদের মধ্যে রয়েছেন জাপানের নবি তাজিমা ও চিও মিয়াকো। তাজিমা ১৯০০ সালের ৪ অগাস্ট জন্মেছেন। এবং মিয়াকো ১৯০১ সালের ২ মে জন্মেছেন। এরপর রয়েছেন স্পেনের অ্যানা বেলা। তার বয়স ১১৫ বছর। তিনি ১৯০১ সালের ২৯ অক্টোবর জন্মেছেন। এবং তিনিই এই মুহূর্তে বিশ্বের চতুর্থ সবচেয়ে বয়স্কা ও ইউরোপের সবচেয়ে বয়স্কা মানুষ।
পশ্চিম জামাইকার বাসিন্দা ভায়োলেট ব্রাউন জীবনের বেশিরভাগ সময়ই আখ ক্ষেতে কাটিয়েছেন। নিয়মিত হারে তিনি চার্চে যেতেন। পর্ক ও চিকেন তিনি এড়িয়ে চলেন। গত মার্চে ব্রাউন ১১৭তম জন্মদিন কাটিয়েছেন। এবং তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন।

পূর্বাশানিউজ/১৮-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি