বৃহস্পতিবার,১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাবি চারুকলার ভাস্কর্য উল্টে রেখেছেন শিক্ষার্থীরাই


রাবি চারুকলার ভাস্কর্য উল্টে রেখেছেন শিক্ষার্থীরাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের সব ভাস্কর্য গভীর রাতে উল্টে ছড়িয়ে-ছিটিয়ে রাখার কথা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের ছাত্র ইউসুফ আলী স্বাধীন ও ইমরান হোসেন রনি।

তারা জানান, চারুকলার সুরক্ষা বাড়ানোর দাবি বারবার করলেও কোনো উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী এই কাজ করেছেন।

১৮ এপ্রিল মঙ্গলবার সকালে অনুষদে এসে শিক্ষক ও শিক্ষার্থীরা চারুকলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে রাখা ছয় শতাধিক ভাস্কর্য উল্টানো ও বিশৃঙ্খল অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিষয়টি নিয়ে ধুম্রজাল তৈরি হলে সাংবাদিকদের সামনে এসে কথা বলেন ইউসুফ ও ইমরান। এ সময় তারা বলেন, ভাস্কর্যগুলোর সুরক্ষার ব্যবস্থা না করায় এভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

ইউসুফ বলেন, ‘আমাদের ভাস্কর্যগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে, বিভাগের চারপাশে কোনো সুরক্ষা প্রাচীর নেই। এছাড়া অবকাঠামোগত উন্নতির জন্য বলা হচ্ছে দীর্ঘদিন ধরে, সেটাও কেউ করেনি। এ কারণে আমরা ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী প্রতিবাদ হিসেবে এটা করেছি।’

প্রতিবাদ জানাতে হলে গোপনে রাতের আঁধারে এটা কেন করা হলো এ প্রশ্নে ইমরান বলেন, ‘দিনে করলে শিক্ষকরা বাধা দেবেন, সেজন্য আমরা এভাবে করেছি।’

চারুকলার অনেক শিক্ষার্থী ও শিক্ষকই এভাবে প্রতিবাদ জানানোকে ভালোভাবে দেখছেন না।

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার বলেন, ‘দুইজন শিক্ষার্থী বলছে, তারা কয়েকজন মিলে রাতে এটা করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি