শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইপিএলে কে কোথায় দাঁড়িয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর জমজমাট দশম আসর শুরু হয়েছে ৫ এপ্রিল। প্রতিটি দলই খেলে ফেলেছে ৫ থেকে ৬ টি করে ম্যাচ। ইতিমধ্যেই দারুণ জমে উঠেছে মাল্টি বিলিয়নের এই টুর্নামেন্টটি। আইপিএল শুরুর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশও। সেই সঙ্গে সর্বোচ্চদের তালিকাও তৈরি হচ্ছে প্রতি ম্যাচ পরপর। ১৮ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত মোট ২০ টি খেলা হয়ে গেছে। এই ২০ ম্যাচের হিসাবে আইপিএলের পয়েন্ট টেবিলে কে কোথায় অবস্থান করছে, এবং সর্বোচ্চ রান ও উইকেট শিকারির মালিক কে তা তুলে ধরা হলো প্রতিদিনের সংবাদ অনলাইন পাঠকদের জন্য :

সর্বাধিক রান – ডেভিড ওয়ার্নার – ২৩৫ 

সর্বোচ্চ উইকেট – ভুবনেশ্বর কুমার – ১৫

সর্বোচ্চ ছক্কা – ব্রেন্ডন ম্যাককালাম- ১৫

সর্বোচ্চ বাউন্ডারি – গৌতম গাম্ভীর – ৩০

সেরা ব্যাটিং – সাঞ্জু স্যামসন – ১০২

সেরা বোলিং – আদিত্য মারে – ৫/১৭

সর্বমোট ছক্কা – ২৬৪

সর্বমোট বাউন্ডারি – ৫৫১

আইপিএলের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় পরাজয় টাই পয়েন্ট রান রেট
কলকাতা নাইট রাইডার্স +১.০১৩
মুম্বাই ইন্ডিয়ান্স +০.৩০২
সানরাইজার্স হায়দরাবাদ +০.৫৪৯
দিল্লি ডেয়ার ডেভিলস +১.৬৩৫
কিংস ইলেভেন পাঞ্জাব -০.৩০২
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু -০.৭৪৭
রাইজিং পুনে সুপারজায়ান্ট -০.৯৪২
গুজরাট লায়ন্স -১.০৯৬
  •  আপডেট : রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – গুজরাট লায়ন্স ম্যাচ পর্যন্ত

পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি