শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
আউটার আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ বন্ধের প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচি ঘিরে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহাম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিÑসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার সকালে নগর পুলিশের কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। কোতোয়ালী থানার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচিকে ঘিরে যে সংঘর্ষের ঘটনা ঘটে তাতে পুলিশকে বাধাদান, পুলিশের ওপর হামলা ও আহত করাসহ বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করে এই মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে নগর ছাত্রলীগের দাবি, ছাত্রলীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা ও হামলা চালায়। এ ঘটনায় ৩ ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ হওয়াসহ ১৫ জন আহত হয়েছে। পুলিশের আক্রমণাত্বক আচরণের প্রতিবাদে আজ বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষের জেরে নগরীর বিভিন্নস্থানে তা-ব চলে। এই সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।

পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি