রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মহিউদ্দিন ও নাছিরের বাগযুদ্ধে দলে অস্বস্তি, বিভক্ত চট্টগ্রাম আওয়ামী লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক: চট্টগ্রামে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা-পাল্টা সমালোচনা ও বাক-বিতণ্ডার রেশ এখনো কাটেনি। গত সোমবার লালদীঘির ময়দানে সোনালী মত্স্য শিল্প সমবায় সমিতি আয়োজিত এক সমাবেশে সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বর্তমান সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও তিন সংসদ সদস্যের কঠোর সমালোচনা করেন। মেয়র নাছির উদ্দীনও পরদিন মঙ্গলবার ঐ সমালোচনার পাল্টা জবাব দেন। মহিউদ্দিন চৌধুরী আবার পরদিন সংবাদ সম্মেলন করে তার বক্তব্যে অনড় অবস্থান ব্যক্ত করেন।

লালদীঘির জনসভা থেকে বর্তমান মেয়রকে ‘খুনি’ আখ্যায়িত করে তাকে অপসারণের জন্য প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব পাঠানোর ঘোষণা দেন মহিউদ্দিন চৌধুরী। জবাবে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যকে মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ‘পাগলের প্রলাপ’ ও নগরীর বর্তমান উন্নয়ন দেখে তার ‘অন্তর্জালার বহিঃপ্রকাশ’ হিসেবে অভিহিত করেন।

এদিকে, চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন প্রশ্নে দেশের ক্ষমতাসীন দলের শীর্ষ দুই নেতার এই বাগযুদ্ধে নগরীতে দুই নেতার সমর্থকদের বিভাজন দৃশ্যমান হয়ে উঠেছে। চট্টগ্রাম আওয়ামী লীগের অপরাপর সিনিয়র নেতারা বিষয়টিকে বিব্রতকর বিবেচনায় নীরবতা অবলম্বন করছেন।

তবে বর্তমান মেয়রকে ‘খুনি’ আখ্যায়িত করে সাবেক মেয়রের উক্তি ও বিভিন্ন বিরূপ বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সমর্থক কাউন্সিলরগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা আগামী শনিবার ওয়ার্ডে ওয়ার্ডে তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। পাশাপাশি চট্টগ্রাম মহানগর যুবলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, নগরবাসীর স্বার্থে জননেতা মহিউদ্দিন চৌধুরীর বক্তব্য সময়োপযোগী।

এ প্রসঙ্গে জানতে চাইলে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি জনগণের রাজনীতি করি, আমি জনগণের কথা বলবোই।’

অন্যদিকে, এবিএম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় নগর ভবনে গত মঙ্গলবার মেয়র নাছির বলেন, ‘আমি কোথায় খুন করেছি তার প্রমাণ আমি চাই। মেয়র নির্বাচনে আমাকেই প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। এটি প্রশ্নাতীত। তিনি যেসব কথা লালদীঘির মাঠে বলেছেন- তা তিনি ফোরামে বলতে পারতেন। কারণ কেন্দ্রীয়ভাবে অনুমোদিত যে সংগঠনের তিনি সভাপতি আমি তার সাধারণ সম্পাদক।’

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি