শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজশাহীর আম রপ্তানি হচ্ছে ইউরোপে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গুণে মানে অতুলনীয় রাজশাহীর আম গত তিন বছর ধরে রপ্তানি হচ্ছে ইউরোপে। লাভের আশায় রপ্তানিযোগ্য আম উৎপাদনে প্রয়োজন চাষিদের দক্ষতা বৃদ্ধিসহ সরকারি সহায়তা। আর সঠিক কৃষি অনুশীলন ও সময় উপযোগী যতেœর পরামর্শ, ফল গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তার।

সবুজ সতেজতায় আমের বাগানগুলোতে গুটি বেঁধেছে আম। প্রতিবছর ক্রমবর্ধমান উৎপাদনে বড় হচ্ছে কৃষকের স্বপ্ন। এপ্রিলেই জেলার ১৭ হাজার হেক্টর বাগানে আড়াইশ প্রজাতের আম পরিপূর্ণ আকার পাবে। আর দুমাসের মধ্যে উপযোগী হবে বাজারজাতকরণের। গত তিন বছর এমন উৎপাদনের মধ্য থেকে ফরুটব্যাগিং’এ চাষ করা আমগুলো রপ্তানি হয়েছে আন্তর্জাতিক বাজারে। মুনাফার আশায় এ সম্ভাবনাকে কাজে লাগাতে চায় চাষিরা। তাই গোপালভোগ, মোহনভোগ, খিরসাপাত, ল্যাংড়া, রানী প্রসাদসহ অধিক প্রচলিত আমের অর্ধশত প্রজাতের রপ্তানি যোগ্য আম উৎপাদনে সহায়তা চায় চাষিরা।

চাষিদের দাবি, ‘যদি এই আমগুলো বিদেশে রপ্তানি করা যায় তাহলে আমরা লাভবান হবো।’

রাজশাহীর আম সম্ভাবনাময় হলেও রপ্তানি যোগ্য আম উৎপাদনে চাষিদের দক্ষতা বৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি সহায়তা না পেলে আমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ হবে না বলে মনে করেন রপ্তানিকারকরা। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলেন রাজশাহী চেম্বার অব কর্মাস সভাপতি মো: মনিরুজ্জামান।

অবশ্য সঠিক উপায়ে ফল উৎপাদনে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন ফল গবেষণা কেন্দ্র রাজশাহী জ্যৈষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দীন।

রাজশাহী কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, এ বছর জেলার দেড়’শ বাগান থেকে পাঁচশ মেট্রিক টন আম রপ্তানি করা হবে। যা গত বছরের থেকে চারগুণ বেশি।

পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি