শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সুযোগের অভাবে সিলেটে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র সুযোগের অভাবে সিলেটে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। শতবাধা মাড়িয়ে যে ক’জন বিনিয়োগ করেছেন মাঝপথে থমকে গেছেন তারা। সব ধরণের সুবিধা দেয়া হবে, এমন আশ্বাসে প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করলেও গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে শতকোটি টাকার কারখানা।

সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগের পরিবেশ তৈরি করতে না পারলে আগের বিনিয়োগও তুলে নিয়ে যেতে পারেন প্রবাসীরা।

সিলেট গোটাটিকর বিসিকে এযাবৎকালের সবচেয়ে বড় বিনিয়োগ হয় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোম্পানিতে। এতে প্রায় শত কোটি টাকা বিনিয়োগ করেন একজন প্রবাসী। কিন্তু গ্যাস সংযোগ না দেয়ায় কারখানাটি দীর্ঘদিন ধরে চালু করা যাচ্ছে না। অথচ শিল্প এলাকায় বিনিয়োগ করলে গ্যাস-বিদ্যুৎসহ সকল সুযোগ সুবিধা দেয়ার কথা সরকারের।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফিজা এন্ড কোম্পানি সত্ত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল জানান, উৎপাদনে না আসায় ব্যাংক ঋণ পরিশোধ করতে পথে নামার উপক্রম। আর কারখানাটি চালু হলে এখানে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

‘কোটি কোটি টাকা বিনিয়োগের পরও গ্যাস ও অন্যান্য সুযোগের অভাবে শিল্প প্রতিষ্ঠান চালু করা যাবেনা এমন শঙ্কায় সিলেটে বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন প্রবাসীরা। ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের নেতারা বলছেন, এ অবস্থা চলতে থাকলে দেশে রেমিটেন্স আসাও কমে যাবে।’

প্রতিকূলতা দূর করে ওয়ানস্টপ সার্ভিস চালু করলে আস্থা ফিরতে পারে বলেও মত তাদের।

বিসিকের চেয়ারম্যান বিষয়টি উচ্চমহলে জানানোর প্রতিশ্রুতি দেন। সিলেটের ব্যবসায়ী নেতারা বলছেন, জৈন্তাপুরে সরকারের পরিকল্পনাধীন স্পেশাল ইকোনমিক জোন স্থাপন হলে সেখানে গ্যাসের নিশ্চয়তা থাকবে।

বিনিয়োগে আস্থা না থাকায় ব্যাংকে প্রবাসীদের হাজার হাজার কোটি টাকা অলস পড়ে আছে। অনেকে দেশের টাকা ফেরত নিয়ে যাচ্ছেন।

পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি