রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাপানের টোকিওতে প্রবাশীদের প্রানের বৈশাখী মেলা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৭

মেলায় হাজারো মানুষের উপস্থিতির একাংশ।

ফখরুল ইসলাম, জাপান থেকে ।

টোকিওতে বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাশীদের প্রানের বৈশাখী মেলা ।

টোকিওর প্রাণকেন্দ্র তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে দিনব্যাপী এই মেলায় আগমন ঘটেছিল ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর।

শুধু প্রবাসীরাই নয়, স্থানীয় জাপানি অতিথি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকগণ ইকেবুকুরো নিশিগুচি পার্কে স্বল্প সময়ের জন্য একচিলতে বাংলাদেশ এবং বাংলাদেশীয় সংস্কৃতি উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একে একে শুরু হয় পরিচিতি পর্ব মেলা পরিচালনা কমিটি, স্টল ও স্পনসরদের পরিচিতি, বড়দের উন্মুক্ত অনুষ্ঠান এ পর্বে উপস্থিত যে কেউ অংশ নিয়ে প্রতিভার বিকাশ ঘটাতে পারেন, ছোটদের চিত্রাঙ্কন উন্মুক্ত, ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, আবৃত্তি, অভিনয়, কৌতুক, যেমন খুশি সাজো ইত্যাদি দিয়ে সাজানো হয় , বাংলা নববর্ষ উপলক্ষে জাপানি প্রোগ্রাম,জাপানি নৃত্যদল আরাধনা কর্তৃক নৃত্য পরিবেশন, কোয়ো ঢাক দলের ঢাকের বাজনা, বাংলাদেশ থেকে আগত শিল্পীদের দর্শক মাতানো গান।

জাপানের বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং তাদের সুহৃদগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা আর মেলাতেই সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে মহামিলন মেলা ।

প্রবাসীরা মেতে ওঠেন আলাপচারিতা এবং একই সঙ্গে সেলফি তোলায়,মেলার স্টল দেখা যায় প্রবাসী বাংলাদেশিদের নিজ হাতে বানানো বাংলার স্বাদে তৈরী করা সুস্বাদু খাবার গরুর গোশতো রুটি,শিংগারা,সমুছা, ইত্যাদি খেয়ে আনন্দতে কাটিয়ে দেন প্রবাসীরা।

বাংলাদেশের বাংলা খাবার খেতে দেখা যায় জাপানিজ ও বিনদেশিদেরকে ।

এসময় বক্তারা বলেন জাপানে প্রবাসীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে অনেক কাজ করে থাকে। বৈশাখী মেলা আয়োজন তার অন্যতম, এই মেলার মাধ্যমে বাংলাদেশের শিল্প, সাহিত্য, খাদ্য সংস্কৃতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরছেন।

আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই বাংলাদেশকে আরও ব্যাপকভাবে জাপানে তুলে ধরা যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদনায়: এইচ এম মহিউদ্দিন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি