শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফ্রান্সে ভোট আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

নির্বাচন ফ্রান্সে, কিন্তু আলোচনা-উত্তেজনা ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকাসহ গোটা দুনিয়ায়! ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) প্রশ্নে গণভোট, যুক্তরাষ্ট্রের ‘চমক’ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের নাটকীয়তার পর এবার দুনিয়াবাসীর দৃষ্টি প্যারিসের মঞ্চে। কি ঘটতে যাচ্ছে সেখানে? ফ্রান্সের আগামীর রাজনীতি কি হবে? দেশটির ভোটাররা কোন ধরনের রাজনীতি বা রাজনৈতিক দলের প্রতি আস্থা-সমর্থন ব্যক্ত করতে যাচ্ছেন? দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে কাকে চূড়ান্তভাবে বেছে নিচ্ছে ফ্রান্সের জনগণ? এসব প্রশ্ন আর জল্পনা-কল্পনা অবসান হতে হয়তো আরো কিছুটা সময় লাগবে। কিন্তু এর একটি স্পষ্ট ধারণা মিলবে ২৪ ঘণ্টার মধ্যে। ফ্রান্সে দুই পর্বের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক পর্ব আজ, রোববার। সাপ্তাহিক ছুটির দিনে প্রতিদ্বন্দ্বী ১১ প্রার্থীর মধ্যে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মোট ৪ কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। সেই ভোটে যে দু’জন প্রার্থী শীর্ষ অবস্থানে থাকবেন অর্থাৎ প্রথম ও দ্বিতীয় হবেন তাদের মধ্যে চূড়ান্ত লড়াই বা ফাইনাল পর্ব হবে আগামী ৭ই মে, রোববার। সে দিনই চূড়ান্ত হবে ফ্রান্সের আগামীর নেতা এবং রাজনীতি। নানা কারণে আলোচিত প্যারিস নির্র্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে শুক্রবার। প্রচারণার একেবারে শেষ মুহূর্তে আর ভোটের মাত্র দু’দিন আগে প্যারিসে নারকীয় এক হামলার ঘটনা ঘটে গেছে। সেখানে সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আইএসের দায় স্বীকার করা এ ঘটনার প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করেই শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্ব নেতারাও নিন্দা প্রকাশের মিছিলে শামিল হয়েছেন। প্যারিসের স্যঁজ এলিজিতে চালানো এ জঙ্গি হামলা দুনিয়ার দেশে দেশে চালানো সন্ত্রাসী হামলাগুলোর সঙ্গে মিলে গেলেও ফ্রান্সের নির্বাচনে এটি যে ব্যাপক প্রভাব ফেলছেÑ তা নিয়ে মোটামুটি নিশ্চিত বিশ্লেষক ও রাজনীতিকরা। তাদের মতে, নির্বাচনের দোরগোড়ায় এমন হামলা পাল্টে দিতে পারে ভোটের হিসাব নিকাশ। পুলিশের ওপর আক্রমণের এ ঘটনা ব্যাপক নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। নির্বাচনে এমন ঘটনা কট্টর ডানপন্থি ভাবধারার পালে জোয়ার এনে দিতে পারে। সর্বশেষ জনমত জরিপে অবশ্য কট্টর-ডানপন্থি প্রার্থী ম্যারিন লি পেন এমনিতেই এগিয়ে রয়েছেন। দ্য টেলিগ্রাফ, ওয়াশিংটন পোস্ট এবং ফক্স নিউেজের গতকালের রিপোর্টেও লি পেনের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার কথাই বলা হয়েছে। নির্ভরযোগ্য জরিপগুলো বলছে, আজকের ভোটে কট্টর ডানপন্থি ম্যারিন লি পেন এবং রক্ষণশীল প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন-এর মধ্যেই মূল প্রতিদ্বিন্দ্বিতা হবে। কাছাকাছি অবস্থানে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোন। অবশ্য লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ফ্রন্ট রানার হিসাবে ইমানুয়েল ম্যাক্রোন ও ম্যারিন লি পেনকেই রাখছে। তাদের প্রতিবেদন মতে, শতকরা ২৪ ভাগ মানুষ সমর্থন করেছেন ম্যাক্রোনকে। আর লি পেনের সমর্থন রয়েছে ২২.৫ ভাগ। রক্ষণশীল ফ্রাঁসোয়া ফিলনের প্রতি সমর্থন রয়েছে ১৯.৫ ভাগের। জ্যাঁ লুক মেলেনচোনকে সমর্থন দিচ্ছেন শতকরা ১৮.৫ ভাগ মানুষ। বেনোট হ্যামনকে সমর্থন করছেন শতকরা ৭ ভাগ। তবে সব জরিপেই প্রায় অভিন্ন তথ্য ওঠে এসেছে। তা হল প্রচারণার শেষ দিন পর্যন্ত অনেক ভোটার তাদের প্রার্থী নির্বাচনে দ্বিধায় ছিলেন। চূড়ান্ত মুহূর্তে দ্বিধায় থাকা (সুইপ ভোটারা) ওই ভোটাররা যে প্রার্থীর দিকে ঝুঁকবেন বিজয়ের মালা সেই প্রার্থীর গলেই উঠবে। সব জনমত জরিপেই ঘুরে ফিরে ৪ থেকে ৫ জন জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয়া হয়েছে। সেখানে তারা পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন বলে উঠে এসেছে। প্রায় সব জরিপের সূত্র ধরে বিবিসি বলছে, প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ অবস্থানে থাকলেও এবারের নির্বাচনে ফ্রান্সের কোনো প্রার্থীই নিরঙ্কুশ জয় পাবেন না। অন্তত জনমত জরিপ তা-ই বলছে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ওই সংবাদমাধ্যমগুলোর রিপোর্টে বলা হয়েছেÑ গত ১৫ বছরের মধ্যে এবারই প্রথম ফ্রান্সের কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখছে। বাস্তব অবস্থাও তাদের অনুকূলেই রয়েছে। ওই দলের প্রার্থী লি পেনের সঙ্গে মধ্যপন্থি প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা বেশির ভাগ পোল জরিপের ফলাফলে প্রতিফলিত হয়েছে। মধ্য-ডানপন্থি রিপাবলিকান দলীয় প্রার্থী ফ্রঁসোয়া ফিয় আগে জনমত জরিপগুলোতে এগিয়ে থাকলেও সরকারি তহবিল তছরুপের অভিযোগে তদন্তের মুখে থাকায় পিছিয়ে পড়েন, তবে এখনও এগিয়ে থাকা প্রথম চার প্রার্থীর মধ্যে রয়েছেন তিনি। এগিয়ে থাকা চার প্রার্থীর অপরজন কট্টর-বামপন্থি প্রার্থী জ্যঁ লুক মেলাশো, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার শেষদিকে তার প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টগুলোতে প্রকাশ পেয়েছে। আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রার্থী হননি। সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের জনপ্রিয়তা তলানিতে নেমে যাওয়াই এর কারণ। জনমত জরিপে ম্যারিন লি পেন (৪৮) এগিয়ে থাকলেও ইমানুয়েল ম্যাক্রোনের (৩৯) সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংবাদমাধ্যমগুলো। এক রিপোর্টে বলা হয়েছে, চূড়ান্ত লাড়াইয়ে ম্যাক্রোন জয়ী হলে তিনি ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসাবে ইতিহাস সৃষ্টি করবেন। রিপোর্টগুলো বলছে, আজকে প্রথম পর্বের ভোট এবং আগামী ৭ই মের চূড়ান্ত লড়াইয়ের ফল যাই হোক আগামী ১৪ই মের মধ্যে প্রেসিডেন্ট ওলাদ নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
যে কারণে দুনিয়ার দৃষ্টি প্যারিস নির্বাচনে: বিশ্লেষকদের মতে, বেশ কিছু কারণে ফ্রান্সের এবারের প্রেসিডেন্ট নির্বাচন আন্তর্জাতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে, এর আগে কখনো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এতো অনিশ্চয়তা দেখা যায়নি। দ্বিতীয় কারণ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভবিষ্যৎ এই নির্বাচনের ফলাফলের ওপর অনেকটা নির্ভর করছে। লি পেনের মতো ইইউ-বিরোধী ও জোটের একক মুদ্রা ইউরো-বিরোধী নেত্রী ক্ষমতায় এলে ইইউ-র ভবিষ্যৎ অনিশ্চিতার মুখে পড়তে পারে বলে এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফ্রান্সের নির্বাচনে সমাজতান্ত্রিক প্রার্থী ম্যারিন লি পেন জয়ী হলে কি হতে তার একটি বিশ্লেষণ ছেপেছে ফক্স নিউজ। ওই রিপোর্টের সূচনায় এবারের নির্বাচনের বাড়তি তাৎপর্যের বিবষয়টিও তুলে ধরা হয়েছে। ‘কোড লি পেন উইন’ শিরোনামের ওই রিপোর্টে বলা হয়- রোববারের প্যারিস নির্বাচনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে তীক্ষè দৃষ্টি রাখছেন এটি প্রেসিডেন্টের টুইট বার্তায় স্পষ্ট হয়েছে। সেখানে গত বৃহস্পতিবার যে সন্ত্রাসী হামলা হয়েছে তার নিন্দা প্রকাশ করতে গিয়ে ট্রাম্প বলেন, এ হামলা ওই নির্বাচনে ‘বড় প্রভাব’ ফেলবে। ফক্স নিউজের রিপোর্টে ফ্রান্সের নির্বাচনকে ২০১৭ সালের ‘খুবই গুরুত্বপূর্ণ’ ঘটনা বলে আখ্যায়িত করা হয়েছে। টেলিগ্রাফের রিপোর্টেও প্রায় অভিন্ন কথা বলা হয়েছে। বলা হয়েছে ছুটির দিনে ফ্রান্স তার নতুন নেতৃত্ব পছন্দ করতে যাচ্ছে। এটাকে ‘পপুলিস্ট ওয়েব’ আখ্যা দিয়ে বলা হয়েছেÑ প্রেসিডেন্ট নির্বাচনের ওই মুহূর্তে ভোটারদের সমর্থন কোথায় গিয়ে দাঁড়ায় সেটি প্রত্যক্ষ করছে সারা দুনিয়া। ‘সারপ্রাইজ’ ব্রেক্সিট এবং ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর ইইউ’র গুরুত্বপূর্ণ সদস্য ফ্রান্স কি ধরনের নেতৃত্ব পছন্দ করে সেটা শুধু ইউরোপের ভেতরেই নয়, বিশ্বের সবাই দেখার অপেক্ষায় রয়েছে বলে বিশ্লেষণ ধর্মী ওই রিপোর্টে উল্লেখ করা হয়।
নির্বাচনে থাকছে ৫০ হাজার পুলিশ ও কয়েক হাজার সেনা: ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালের প্যারিস হামলা থেকে শুরু করে গত বছর বাস্তিল দিবসে নিস শহরের হামলার ঘটনা এখনো অনেক ভোটারের মানসপটে জাজ্বল্যমান। তবে এবারই প্রথম ভোটের আগে এমন ঘটনা ঘটেছে। অবশ্য দেশটির বর্তমান নেতৃত্ব নির্বাচনে এর প্রভাব ঠেকাতে, বিশেষ করে ভোটারদের মধ্যে যেন আতঙ্ক না থাকে সে জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিয়াস ফেকল এরই মধ্যে জানিয়েছেন, মার্সেই শহরে ‘সহিংস হামলা’র প্রস্তুতি নেয়া দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর নির্বাচনের দুই রাউন্ডের জন্য আনুমানিক ৫০ হাজার পুলিশ আর কয়েক হাজার সেনাকে নিয়োগ করা হচ্ছে। সিএনএন-এর সাইরিল ভ্যানিয়ের অবশ্য তার বিশ্লেষণে বলেছেন, আরেকটি হামলার আশঙ্কায় অনেক ভোটার ভোট দিতে যেতে নিরুৎসাহ বোধ করতে পারেন। এটি যাতে না হয় সে জন্য প্রশাসন চেষ্টা করে যাচ্ছে। সিএনএন-এর বিটারম্যান রাস্তায় ৫০ হাজার পুলিশ সদস্য থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, ৬০ হাজার ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর এ সদস্য কি পর্যাপ্ত?

২৩ এপ্রিল ২০১৭,/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি