সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুসলিম ঐতিহ্য তাজমহলে একদিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লম্বা লাইন আর নিরাপত্তাকর্মীদের কড়া নজরদারি পেরিয়ে ভেতরে ঢুকলাম। তাজমহলের প্রধান ফটকের বাইরে একটুখানি খোলা জায়গা। সেখানে দাঁড়িয়ে আমাদের ট্যুরিস্ট গাইড ভেতরের স্থাপত্য এবং দর্শনীয় স্থানগুলোর সংক্ষিপ্ত বিবরণ দিলেন। কিছু নিয়মকানুনও জেনে নিলাম তার থেকে। ভেতর ঢুকতে বিশাল এক ফটকের আশ্রয় নিতে হয়। এর উচ্চতা প্রায় ১০০ ফুট। উপর দিকে রয়েছে কয়েকটি ছোট ছোট গম্বুজ। অনিন্দ্য সুন্দর ফটকটি তাজমহলের দর্শনীয় স্থানগুলোর একটি। এর দুই পাশে এবং উপরে সাদা মার্বেল পাথর খোদাই করে লিপিবদ্ধ হয়েছে কোরআনের বিশেষ কয়েকটি আয়াত। দাঁড়িয়ে তেলাওয়াত করলাম সেগুলো। ভেতর ঢুকতেই নজর পড়ল শত শত বছর অমেয় ভালোবাসার নিদর্শন নিয়ে দাঁড়িয়ে থাকা অনন্য সৌধটি, যা ভারত উপমহাদেশে মুসলিম ঐতিহ্যের অমূল্য নিদর্শন। এর সব ক‘টি ভবনের নির্মাণশৈলী মোগল স্থাপত্যের ইতিহাস স্মরণ করিয়ে দেয়।
সময়টা ১৬১২ সাল। মোগল সম্রাট শাহজাহান নিজ পছন্দেই বিয়ে করেন ১৫ বছরের পরমা সুন্দরী আরজুমান্দ বেগমকে। ভালোবেসে তার নাম দেন মমতাজ মহল। মমতাজ ১৯ বছরের বৈবাহিক জীবনে চৌদ্দ সন্তান গর্ভে ধারণ করেন। সর্বশেষ সন্তান প্রসবকালে ১৬৩১ সালে তিনি মারা যান। সেই শোকে মুহ্যমান হয়ে পড়েন সম্রাট শাহজাহান। পরবর্তী সময় স্ত্রীর স্মরণে ১৬৩২ সালে যমুনা নদীর তীরে একটি সৌধের নির্মাণ কাজ শুরু করেন। দীর্ঘ ২২ বছর বহু কষ্ট-সাধনার পর ১৬৫৩ সালে শেষ হয় এর নির্মাণ কাজ। ২০ হাজার শ্রমিক এতে কাজ করে এবং প্রায় ১ হাজার হাতি মার্বেল পাথর ও অন্যান্য সামগ্রী বহন করে। তাজমহল নির্মাণের জন্য পাঞ্জাব থেকে আনা হয় স্বচ্ছ মার্বেল পাথর, চীন থেকে সবুজ পাথর, তিব্বত থেকে স্বচ্ছ নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে নীলমণি। তাছাড়া ভারত, পাকিস্তান, পারস্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৮ ধরনের মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয় এ অনন্য স্থাপত্য। এর ঠিক সামনে রয়েছে লম্বাটে একটা পানির হাউস। যার মধ্যে ভেসে ওঠে তাজমহলের প্রতিচ্ছবি। এর দুই পাশে দুইটি পানির ফোয়ারা। আশপাশে গাছগাছালির ঘন ছায়ায় বেড়ে উঠেছে সারি সারি ফুলের বাগান। অনিন্দ্য সুন্দর সে দৃশ্য সহজেই দর্শকের মন কাড়ে। ডান দিকের সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। নজর পড়ল পূর্বপাশে বিস্ময়কর কারুকার্য খচিত বিশাল মসজিদ। লাল বেলে পাথরে নির্মিত মসজিদটির নির্মাণ কাজ তাজমহলের সঙ্গে শুরু হয়ে শেষ হয় ১৬৪৩ সালে। ৫৬৯ জন মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন মসজিদটিতে এখনও নিয়মিত নামাজ আদায় হয়। মসজিদ থেকে বেরিয়ে এলাম তাজমহলের সামনে। চারপাশে চারটে উঁচু মিনার এবং মাঝখানে সুবিশাল গম্বুজ। এটিই তাজমহলের মূল আকর্ষণ। এর মূল ফটকে সাদা মার্বেল পাথরে খোদাই করে লিপিবদ্ধ হয়েছে কোরআনের অসংখ্য আয়াত। এছাড়াও অন্যান্য সাদা মার্বেল পাথর খোদাই করে আশ্চর্য সব কারুকার্য ও চিত্র আঁকা হয়েছে। শত শত বছর আগে কীভাবে এগুলো করল, সেটিই বিস্ময়কর। ছোট দরজাটি দিয়ে ভেতরে ঢুকলাম। আবছা অন্ধকার। ভেতরে লাইট জ্বালানো ও ছবি তোলা নিষেধ। গম্বুজের ঠিক মাঝ বরাবর নিচে সম্রাট শাহজাহান ও মমতাজের সমাধি। সমাধিটি একটি বর্গাকার বেদিকার ওপর দাঁড়িয়ে রয়েছে। অন্যপাশে সম্রাটের অন্যান্য স্ত্রীর কবর। কিছু অজিফা পাঠ করে তাদের মাগফিরাতের জন্য দোয়া করলাম। পেছন দিকের দরজা দিয়ে বেরোতেই আরেক সুন্দরের মুখোমুখি হলাম। কলকল স্রোতে নীরবধি বয়ে চলছে যমুনা নদী। ওপারটায় বিশাল খালি প্রান্তর। হু হু করে বাতাস বইছে গা ছুঁয়ে। সাদা বেলে পাথরের বেজমেন্টে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে মনটা প্রশান্তিতে ছেয়ে গেল। তাজমহলের এ দৃশ্যটিই আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করে। ১৯৮৩ সালে তাজমহল ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। পর্যটকের আধিক্যের কারণে এর দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জ বা মুমতাজাবাদ গড়ে তোলা হয়। বর্তমানে তাজমহলে দুই থেকে তিন মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে প্রায় ২ লাখ পর্যটক বিদেশি। এ কারণে তাজমহল ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচয় লাভ করে। সবচেয়ে বেশি পর্যটক আসে শীতকালে। বায়ুদূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষেধ। পর্যটকদের তাই গাড়ি রাখার স্থান থেকে হেঁটে বা বৈদ্যুতিক বাসে চড়ে তাজমহলে আসতে হয়।

২৪ এপ্রিল ২০১৭,/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি