সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নবী-রাসুলগণ দুনিয়ার কাজকর্ম করেই জীবিকা উপার্জন করেছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, “তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুসারে নৌকা নির্মাণ করো। যারা সীমা লঙ্ঘন করেছে, তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বোলো না (তাদের জন্য সুপারিশ কোরো না)। তারা তো নিমজ্জিত হবে (ডুবে মরবে)।” (সুরা : হুদ, আয়াত : ৩৭)

তাফসির : আগের আয়াতে উল্লেখ করা হয়েছিল, আল্লাহ তাআলা হযরত নুহ (আ.)-এর প্রতি এই মর্মে ওহি পাঠিয়েছেন যে যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ছাড়া তোমার জাতির আর কেউ ইমান আনবে না। তাই তাঁকে দুঃখিত হতে নিষেধ করা হয়েছিল। সেখানে এই ইঙ্গিত ছিল যে খুব শিগগির আসমানি আজাব অবিশ্বাসীদের গ্রাস করবে। তাই এই আয়াতে হযরত নুহ (আ.)-কে নৌকা নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আজাব এলে ইমানদাররা রেহাই পান।

এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআরেফুল কোরআন প্রণেতা মুফতি শফি (রহ.) লিখেছেন, হযরত নুহ (আ.)-কে যখন নৌকা তৈরির নির্দেশ দেওয়া হয় তখন তিনি নৌকাও চিনতেন না, তৈরি করতেও জানতেন না। তাই আয়াতে উল্লেখ করা হয়েছে, “তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুসারে নৌকা নির্মাণ করো।”

হাদিস শরিফে এসেছে, হযরত জিব্রাইল (আ.) নুহ (আ.)-কে নৌকা তৈরির প্রয়োজনীয় উপকরণাদি ও নির্মাণ কৌশল ওহির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। নুহ (আ.) শাল কাঠ দিয়ে এই নৌকা তৈরি করেছিলেন।

কোনো কোনো ঐতিহাসিকের অভিমত হলো, নৌকাটি ৩০০ গজ দীর্ঘ, ৫০ গজ প্রস্থ, ৩০ গজ উঁচু ও ত্রিতলবিশিষ্ট ছিল। এর দুই পাশে অনেক জানালা ছিল। এভাবে ওহির মাধ্যমে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয়েছিল। তারপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়। (তাফসিরে মাআরেফুল কোরআন)

আল্লামা ইবনে কাসির (রহ.) লিখেছেন, বিশেষজ্ঞদের মতে, নুহ (আ.)-এর নৌকা তিন তলাবিশিষ্ট ছিল। প্রতিটি তলা ১০ হাত করে, উচ্চতায় নৌকাটি ছিল ৩০ হাত। নিচের তলা চতুষ্পদ হিং¯্র পশুদের জন্য, মাঝের তলা মানুষের জন্য আর ওপরের তলা পাখিদের জন্য বরাদ্দ ছিল।

ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যুগে যুগে নবী-রাসুলরা দুনিয়ার কাজকর্ম করেই নিজেদের জীবন পরিচালনা করেছেন। হযরত আদম (আ.) কৃষিকাজ ও তাঁতের কাজ করেছেন। হযরত ইদরিস (আ.) দর্জির কাজ করেছেন। হযরত হুদ ও ছালেহ (আ.) ব্যবসায়ী ছিলেন। হযরত ইব্রাহিম ও লুত (আ.) কৃষি পেশা গ্রহণ করেছিলেন। হযরত শুয়াইব (আ.) পশু পালন করেছেন এবং বাজারে দুধ বিক্রি করতেন। হযরত দাউদ (আ.) লোহা দিয়ে নানা ধরনের যুদ্ধাস্ত্র তৈরি করতেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) অর্থের বিনিময়ে বকরি পালন ও ব্যবসা-বাণিজ্য করেছিলেন।

পূর্বাশানিউজ/২৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি