সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » স্কুল ড্রেস না পরায় শিক্ষক লোহার পাইপ দিয়ে ছাত্রকে পেটালেন


স্কুল ড্রেস না পরায় শিক্ষক লোহার পাইপ দিয়ে ছাত্রকে পেটালেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঝিনাইদহে স্কুল ড্রেস না পড়ে আসায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটানোর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ওই ছাত্রকে পিটিয়ে আহত করে।

জানা গেছে, ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন স্কুল ড্রেস পড়ে না আসায় অষ্টম শ্রেণির ছাত্র সাদমান সাইফ শরণকে লোহার পাইপ দিয়ে পেটায়। এ ঘটনার বিচার চেয়ে ছাত্রের অভিভাবকরা বিভিন্ন দফদরে লিখিত অভিযোগ করেছেন। সাদমান সাইফ শরণ ঝিনাইদহ শহরের আরাপপুর এতিমখানা মোড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী ওই ছাত্রের মা শাহেদা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে শ্রেণি শিক্ষক পলাশ কুমারের কাছ থেকে রোববার ছুটি নিয়েছিল। ফর্ম জমা দেওয়ার জন্য সে ওই দিন স্কুল ড্রেস না পড়ে স্কুলে যায়। এ সময় সহকারী শিক্ষক কামাল হোসেন তাকে ডেকে নিয়ে লোহার পাইপ দিয়ে মারপিট করে। তার শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ পড়ে গেছে। পরে প্রধান শিক্ষক আমাদের ডেকে পাঠান। সেখান থেকে শরণকে বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হয়।’

অভিযুক্ত শিক্ষক কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি মিটে গেছে।’

এ ব্যাপারে ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী বলেন, ‘আমি বিষয়টি জানার পর ওই শিক্ষককে ডেকে শিক্ষার্থীদের মারপিট না করার নির্দেশনা স্মরণ করিয়ে দিয়েছি। বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্বাশানিউজ/২৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি