মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » তিস্তার পানির জন্য জাতিসংঘে যাওয়ার পরামর্শ ফখরুলের


তিস্তার পানির জন্য জাতিসংঘে যাওয়ার পরামর্শ ফখরুলের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার জন্য প্রয়োজনে জাতিসংঘে যেতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৬ এপ্রিল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।  মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদের আয়োজনে জিয়াউর রহমানের একটি বইয়ের উন্মাচন অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।

ভারত সফর থেকে প্রধানমন্ত্রী কিছু নিয়ে আসতে পারেননি বলে তাকে ধন্যবাদ জানানো যায়নি বলেও মন্তব্য করেন ফখরুল। তার অভিযোগ, ‘এ সরকার জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে।’

দেশের হাওর অঞ্চলে সৃষ্ট বিপর্যয় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ভারত বাঁধ দিয়ে পানি আটকে রাখে। আবার বেশি পানি হলে বাঁধ ছেড়ে দেয়। তখন বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে যায়। পানির ন্যায্য হিস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী বণ্টনের দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘আমার পাওনা কোথায়? পাওনার কথা বললেই ভারতবিরোধী হয়ে গেলাম?’

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি