বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আইনজীবী হয়ে নির্যাতিত মেয়েদের পাশে দাঁড়াতে চায় শারমিন আক্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘ভবিষ্যতে আইনজীবী হয়ে নির্যাতিত মেয়েদের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ‘সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউসি) পুরস্কার পাওয়া ঝালকাঠি জেলার রাজাপুরের কিশোরী শারমিন আক্তার।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি লেখাপড়া করে অনেক বড়ো হতে চাই। সবার জন্য কিছু করতে চাই। অসহায় মেয়েদের জন্য কিছু করতে চাই। সবকিছুর আগে আমি নিজের পড়ালেখা শেষ করতে চাই। তবে সমাজে যে সব মেয়ে বাল্য বিবাহের শিকার হচ্ছে, তাদের পাশেও দাঁড়াতে চাই। আমি মনে করি আইনজীবী হলে আমি আরও বেশি করে বাল্য বিবাহ ঠেকানোর মতো কাজ করতে পারব। তাই আমি ভবিষ্যতে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখি। পাশাপাশি স্কুলে বা বাসায় গিয়ে মেয়েদের বাবা-মাকে সচেতন করতে চাই।’

প্রসঙ্গত, দেড় বছর আগে বাল্য বিবাহের হুমকিতে যার ভবিষ্যৎ অনিশ্চিত ছিল, নিজের সাহসিকতার জন্য আজ সেই কিশোরী শারমিন আন্তর্জাতিক পার্যায়ে এক সাহসী নারীর প্রতীক। অর্জন করেছেনে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউসি) ২০১৭ পুরস্কার। বাল্য বিবাহ ও জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে তার উদ্যোগের জন্য বিশ্বের আরো ১২ জন সাহসী নারীর সাথে ওয়াশিংটন ডিসির ডিপার্টমেন্ট অব স্টেটএ আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রবাসী বাবার একমাত্র মেয়েকে মাত্র ১৫ বছর বয়সেই বিয়ের জন্য চাপ দিতে থাকেন তার মা। রাজি না হওয়ায় শারমিনের ওপর চলে নির্যাতন। পালিয়েও রেহাই না পেয়ে শেষে আইনের আশ্রয় নেন শারমিন। রোধ করেন নিজের বাল্য বিবাহ।

শারমিন আক্তার বলেন, ‘আমি ভীষণ সম্মানিত বোধ করছি। এটি সত্যিই শুধু আমার জন্য নয়, দেশের সকল মেয়ের জন্য। যুক্তরাষ্ট্রে আমি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। সেগুলো থেকে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা পেয়েছি। ওই অনুষ্ঠানে আরো ১২টি দেশের ১২ জন নারীকে একই পুরস্কার দেওয়া হয়েছে। তারাও বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা দেখিয়েছেন। সেসব গল্প থেকেও অনুপ্রাণিত হয়েছি। যা আমার আগামী দিনের পথ চলার পাথেয় হয়ে থাকবে। আমাদের দেশের যে সকল মেয়েরা অত্যচারিত হয়েছে তারা যদি আমার মত প্রতিবাদ করতে শেখে তা হলে আমার মত এই সম্মান অর্জন করতে পারবে।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির হাত থেকে পুরস্কার নেবার সময়কার অনুভূতি সম্পর্কে শারমিন আক্তার বলেন, ওইদিন সবার আগে আমার হাতেই পুরস্কারটি দেওয়া হয়। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভীষণ আন্তরিক ছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। বাল্য বিবাহের বিরুদ্ধে এই সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।

নিজের গ্রামে বাল্য বিবাহের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমাদের গ্রামে অনেক বাল্য বিবাহ অনেক বেশি হয়। বাবা-মা ভালো ছেলে পেলে বা বিদেশে থাকা কোন ছেলেকে পেলে মেয়েদের বিয়ে দেয়। আমি সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছি। অথচ আমার সহপাঠী অনেক মেয়েরই বিয়ে হয়ে গেছে। গ্রামে ১২ বছর বয়সী মেয়েদেরও বিয়ে দেওয়া হয়। আমি চাই আমাদের বরিশালসহ সারাদেশে এই ধরণের অত্যাচারিত মেয়েদের পাশে দাড়াতে। কিছু দিন আগে একটি মেয়েকে টুকরো টুকরো করে নদীতে ফেলে রাখছে। মেয়েরা অনেক অত্যাচারিত হচ্ছে। যারা এই অন্যায় করছে তাদের ফাঁসি হওয়া উচিত।

বাল্য বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ সম্পর্কে শারমিন বলেন, আমি অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমাদের গ্রামের মেয়েরা অনেক অনুপ্রাণিত হয়েছে। আমার স্কুলের মেয়েরা বলে আমরা যদি তোমার মত এবাবে প্রতিবাদ করতে শিখি তা হলে আমাদের গ্রামে আর কোন বাল্যবিবাহ থাকবে না। সত্যি বলতে অনেক মেয়েই এখন সাহসী হয়ে উঠেছে। তাঁরা আমার উদাহরণ টেনে বলে- বাল্য বিয়ের প্রতিবাদ করে শারমিন কত দূর পর্যন্ত গেছে। আমরা যদি প্রতিবাদ করি, আমরাও এগিয়ে যেতে পারব। এটা শুনে সত্যি ভীষণ ভালো লাগে।

মায়ের অনুভূতির সম্মন্ধে জানতে চাইলে শারমিন বলেন, আমার মা-বাবার সাথে কোন সর্ম্পক নেই। আমার মার কোন অনুভূতি বা ভালোবাসা আমি চাই না। আমার মা উল্টো আমাকে বলে পুরস্কার পেয়ে কি করবে। আমার মাকে একটা কথা বলতে চাই, সে যে ভুলটা করছে তা স্বিকার করুক। অমি চাই না আমার মায়ের মত ভূলে আরো পাঁচটা মেয়ের ওপর এ রকম অত্যাচার না হয়।

তিনি বলেন, দুই বছর আগে যখন অমি নবম শ্রেণিতে পড়া অবস্থায় মা এক বয়স্ক ব্যক্তির সাথে আমার বিয়া ঠিক করেন। তার পরে আমি সাংবাদিকদের সাহায্যে মায়ের বিরুদ্ধে মামলা করি। এবং ওই সময় মা আমাকে অনেক শারীরীক মানসিক ভাবে অত্যাচার করে। মায়ের উপর এখন রাগ বা অনুরাগ নাই আমার। আমি এখন আমার নিজের জীবনটাকে গোছানোর চেষ্ট করছি। বিয়ের ব্যাপারে আমার দাদা বাড়ি বা নানা বাড়ির কেউ জড়িত ছিল না। শুধু মা জড়িত ছিল। আর আমার বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হব। বাবার ইচ্ছা আমার মতই কিন্তু মা ইচ্ছা ছিল ভিন্ন রকম।

আমি চাই দেশে আর একটিও বাল্য বিবাহ না হোক। যারা এ ধরনের ঘটনার শিকার হচ্ছে, আমি চাই তারা আমার ব্যাপারটা দেখুক। তারা যেন ভয় না পায়। নিজের ওপর বিশ্বাস রাখুক। তাহলে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারবে। সাধারণত মেয়েরা নিজেদের অসহায় ভাবে। সেটা না ভাবলে নিজেদের বাল্য বিবাহ নিজেরাই আটকাতে পারবে।

পূর্বাশানিউজ/২৭-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি