বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


লাকী ভাই মুক্তিযোদ্ধা হলে অভাব ছিলো কোথায় : আসিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রখ্যাত শিল্পী, অসংখ্য জনপ্রিয় গানের সুরশ্রষ্টা ও সঙ্গীত পরিচালক লাকী আখন্দকে নিয়ে গত ক’দিন ধরেই লিখছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। যে লেখাগুলো তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করছেন। আজ বৃহস্পতিবারও আসিফ আকবর লাকী আখন্দকে নিয়ে লিখেছেন। বলেছেন অনেক সাহসী কথা। আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:

‘লাকী ভাইয়ের সাথে আমার চলাফেরা হঠাৎ জ্বলে উঠে আবার নিভে যাওয়া আগুনের ফুলকির মত। হাতড়ে বেড়ানোর মত স্বল্প কিছু স্মৃতি আর কিছু টিপস আমার অর্জন। ইন্ডাষ্ট্রীর বড় মানুষদের কাছে আমার এ অর্জন একেবারেই নস্যি । উনি যদি পঞ্চাশ বছর কাজ করে থাকেন তাহলে উনার কাজের সংখ্যা এতো কম কেনো ? উত্তরে বলবেন বোদ্ধারা-“কোয়ান্টিটি নয় কোয়ালিটিই মূখ্য”, শুধু নিজের বেলায় ছাড়া।

লাকী ভাইকে জমি বিক্রি করতে হয়েছে, বিয়ে করে নিজেকে নির্বাসিত করেছেন ময়মনসিংহে। বাকী জীবনের নিরাপত্তার জন্য বেঁচতে চেয়েছিলেন জয়কালী মন্দিরের পাশে থাকা জমি।

আমি বেশী কথা বলিনা, আমি যুক্তিযুক্ত কথা বলার চেষ্টা করি। সত্যটা না মানতে পারলেই আসিফ খারাপ, এ নিয়ে মোটেও ভাবিত নই। তারকাদের মায়াকান্নায় ভেসে গেছে পত্র পত্রিকা, মিডিয়া । দু’একজন যারা সলিড ছিলেন লাকী ভাইয়ের সাথে, তারা ব্যাকফুটে।

গান যা সৃষ্টি করেছেন সবই অমর, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে লাকী ভাইয়ের অভাব ছিলো কোথায় !!! আমাকে তিনি শেয়ার করেছেন নিজের গানের রেভিনিউ উদ্ধারের ব্যাপারে। এতোদিন পর এই প্রশ্ন কেনো লাকী আখন্দের মত ক্ষণজন্মা কিংব্দন্তীর সামনে আসবে !! কেনো তিনি আমার মত চুনোপুটির সাথে এসব শেয়ার করবেন !!! ক্ষত আমার শত শত, আরো নইলে কিছু যোগ হলো, লাকী ভাই বলে কথা ।

সরকারী রেডিও, টিভিতে রয়্যালিটি কেনো বন্ধ ? এফ এম ব্যান্ড , টিভি চ্যানেল, ফোন কোম্পানী, রিয়েলেটি শোতে লাকী ভাইয়ের গানগুলোর রেভিনিউ কোথায় !! কেনো লাকী ভাইকে মৃত্যুর আগে আর্থিক সাহায্য চাইতে হবে !! যারা কাঁদছেন, বক্তৃতা দিচ্ছেন তাদের কাছে প্রশ্ন  কতদিন কাঁদবেন লাকী ভাইয়ের জন্য !! এতো বড় বড় শিল্পী, টিভি , টেলকো, রেডিও, মিডিয়া সব মৃত্যুকে নিয়ে ব্যবসা করে । আপনাদের ব্যক্তিস্বার্থের লোভেই এই সিষ্টেম লস। যদি নিজের উপর কখনো পড়ে,তখনকার অসহায়ত্ব এখনি একবার চোখ বন্ধ করে ভাবুন। আমি কে !! মফস্বল থেকে উঠে আসা অশিক্ষিত শিল্পী । তবে সেই শিক্ষা আমার আছে, যে শিক্ষা আমার রক্ত খেয়ে বাঁচেনা, আমাকে বাঁচায়। সাধু সাবধান !!

পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি