সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আমার স্বাস্থ্য নীতি আপনার নীতির চেয়েও জনপ্রিয় ট্রাম্পকে ওবামা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
প্রেসিডেন্সি থেকে বিদায় নেওয়ার পর পরবর্তী প্রেসিডেন্টের কোনো সিদ্ধান্ত নিয়ে মন্তব্য না করা আমেরিকার একটি প্রথা। এ নিয়ম নতুন নয়। আমেরিকার সাবেক হওয়া প্রেসিডেন্টরা সবাই নিরব থাকে তার উত্তরসূরির বিষয়ে কোনো মন্তব্য করা থেকে।

দীর্ঘ দিন পর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সমালোচনা করলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাও আবার কোনো গণমাধ্যমে না প্রাইভেট একটি অনুষ্ঠানে। অনুষ্ঠানটির আয়োজন করে এ এন্ড ই নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানটি অব দ্য রেকর্ড থাকায় ঢালাওভাবে গণমাধ্যমে আসেনি। তবে অনুষ্ঠানে উপস্থিত একজন শ্রোতা সিএনএনকে দ্য এফোরডেবল কেয়ার অ্যাক্ট (ওবামা কেয়ার) নিয়ে গর্ব করেছেন ওবামা। এর চেয়ে বেশি জনপ্রিয় স্বাস্থ্য সেবা কেউ প্রণয়ন করতে পারেনি। বর্তমান প্রেসিডেন্টও যে নীতি গ্রহণ করেছেন তার চেয়েও বহু জনপ্রিয় তার করা স্বাস্থ্য সেবা দাবি করেন ওবামা।

ওবামা অব দ্য রেকর্ড ট্রাম্পের সমালোচনা করলেও ওবামার সমালোচনা করতে বিলম্ব করেনি ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ফোনে আড়িপাতার জন্য ওবামাকে দায়ী করেন ট্রাম্প। তবে ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন ওবামা। তবে নিজের বিরুদ্ধে অভিযোগ আনার পরেও দীর্ঘ সময় ধরে নিরব থেকেছেন ওবামা।

সর্বশেষ জরিপে দেখা যায় ট্রাম্পের ১০০ দিনের মধ্যে নেওয়া নতুন স্বাস্থ্য নীতির সমর্থন দিয়েছে দেশটির ৪৪ ভাগ মানুষ। একই জরিপে দেখা গেছে ৪৭ শতাংশ আমেরিকান এফোরডেবল কেয়ার অ্যাক্ট যা সকলের কাছে ‘ওবামা কেয়ার’ নামে পরিচিত তার সমর্থন দিয়েছে।

পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি