রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » গান যখন দেশের আনাচে কানাচে শোনা যাবে তখনই তা হবে শ্রোতাপ্রিয়’


গান যখন দেশের আনাচে কানাচে শোনা যাবে তখনই তা হবে শ্রোতাপ্রিয়’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। মাঝে একটা লম্বা বিরতি নিয়ে সংগীতের দ্বিতীয় ইনিংস শুরু করেন আসিফ। তাতেও সফল তিনি। ধারাবাহিকভাবে তার গান জনপ্রিয়তা পেয়েছে। সংগীতশল্পী হবার পাশাপাশি একজন প্রতিবাদী মানুষ হিসেবেও কদর রয়েছে আসিফের। যে কোন অন্যায়ের বিরুদ্ধেই তিনি সোচ্চার। পাশাপাশি কোন শিল্পী কিংবা পরিচিতজন অসুস্থ হলেই আসিফ তার সহায়তায় এগিয়ে যান সবার আগে। তাই ভক্ত, শুভাকাঙ্খী ও সহকর্মীদের কাছে আসিফের গ্রহণযোগ্যতাটাও অন্যরকম। বর্তমানে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ শিল্পী। সব মিলিয়ে কেমন চলছে দিনকাল? আসিফ বলেন, ভালোই চলছে। তবে এখন আমার ফিজিওথেরাপির উন্নত চিকিৎসা চলছে। কারণ ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। সেই ব্যথা এখনও মাঝে-মধ্যে চরম আকার ধারণ করে। তাই দীর্ঘদিন ধরেই থেরাপি নিচ্ছি। দোয়া করবেন যেন এবার চিকিৎসার মাধ্যমে অন্তত এ অবস্থা থেকে মুক্তি পেতে পারি। তাহলে গান কি চলছে? আসিফ বলেন, গান চলছে তার নিজস্ব গতিতে। নতুন অনেক গানের কাজ চলছে। খুব শিগগিরই হয়তো রেকর্ডিংয়ে চলে যাবো। এদিকে চলতি বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে ‘আগুন’ শিরোনামের গান দিয়ে নতুন করে শ্রোতা মাতিয়েছেন আসিফ। ইউটিউবে এ গানটি এরই মধ্যে উপভোগ করেছেন প্রায় ত্রিশ লাখ দর্শক। এত অল্প সময়ে এতটা সাড়া পেয়ে কেমন লাগছে? আসিফ বলেন, শ্রোতাদের ভালোবাসা পেতে সব সময়ই ভালো লাগে। আমি শিল্পী হয়েছি শ্রোতাদের জন্যই। তাই তাদের প্রতি সব সময় কৃতজ্ঞ। তবে এ গানটির যে এত সাড়া পাবো সেটা ভাবিনি। গানটির জন্য ধন্যবাদ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। সামনের পরিকল্পনা কি? আসিফ বলেন, পরিকল্পনা বলতে নতুন গানের কাজ চলছে। একক ও দ্বৈত দুই ধরনের গানই করছেন দেশের গুণী ও জনপ্রিয় সুরকার ও গীতিকাররা। আশা করছি ঈদে এ গানগুলো প্রকাশ করতে পারবো। এখনতো ইউটিউব ভিউকেই অন্যতম মাধ্যম মানা হচ্ছে গান জনপ্রিয় হবার ক্ষেত্রে। আপনি কি মনে করেন? আসিফ বলেন, আমি সময়ের সঙ্গে চলতে বিশ্বাসী। সময়ের সঙ্গে এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে আমাদের দেশে। প্রযুক্তিকে কখনও অস্বীকার করা যায় না। তাই এ মাধ্যমেই কিন্তু আমাদের অভ্যস্ত হতে হবে। তবে আমি এটা বলছি না যে ইউটিউবে অনেক ভিউ হলেই তা জনপ্রিয়। গান যখন দেশের আনাচে কানাচে শোনা যাবে তখনই তা হবে শ্রোতাপ্রিয়। ইউটিউব হলো একটি সর্বাধিক জনপ্রিয় মাধ্যম শুধু। ডিজিটালি গান প্রকাশের ক্ষেত্রে তো এখনও অনেক কিছু পরিষ্কার নয়। নাকি? আসিফ বলেন, হ্যা। তবে পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। বিষয়টি যখন সবার কাছে পরিষ্কার হবে, সহজ হবে, তখন এখান থেকে সর্বোচ্চ সেবাটা আমরা পেতে পারবো। তবে আমরা যেভাবে এগুচ্ছি এটাই সঠিক পথ। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। তাহলে এই সময়ে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসিফ বলেন, আমার দিক থেকে বলবো বিনদাস। আর গান নিয়ে সব সময়ই আমি ব্যস্ত সময় পার করি। ঐ যে বললাম আমি হেরে যাবার জন্য আসিনি। এটাই মূল কথা। তবে সার্বিক অবস্থা বোধহয় এখনও ঠিক হয়নি। সামনে ঠিক হবে বলে আমি আশা রাখি। এ সময়কার গান আপনার কেমন মনে হচ্ছে? আসিফ বলেন, ভালো। তরুণরা ভালো কাজ করছে। আমি তাদের নিয়ে আশাবাদী। লাকী আখন্দের সুরেতো একটি গান করেছেন। গানটি ভালো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সে প্রসঙ্গে বলুন। আসিফ বলেন, ‘আকাশের চাঁদ তুমি জমিনের ফুল’ শীর্ষক একটি গান তার সুরে গাওয়ার সৌভাগ্য আমার হয়েছিলো। তবে আমি একটি বিষয় বলতে চাই। সেটি হচ্ছে, আমাকে লাকী ভাই শেয়ার করেছিলেন নিজের গানের রেভিনিউ উদ্ধারের ব্যাপারে। এতোদিন পর এই প্রশ্ন কেন লাকী আখন্দের মতো ক্ষনজন্মা কিংবদন্তির সামনে আসবে! কেন তিনি আমার মতো চুনোপুটির সঙ্গে এসব শেয়ার করবেন। সরকারি রেডিও, টিভিতে রয়্যালিটি কেন বন্ধ? এফএম রেডিও, টিভি চ্যানেল, ফোন কোম্পানি, রিয়েলিটি শোতে লাকী ভাইয়ের গানগুলোর রয়্যালিটি কোথায়! এতো বড় বড় বড় শিল্পী, টেলকো, রেডিও, মিডিয়া-সব লাকী ভাইকে নিয়ে ব্যবসা করে। যদি নিজের উপর কখনো পড়ে, তখনকার অসহায়ত্ব চোখ বন্ধ করে একবার ভাবুন। সাধু সাবধান।

পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি