শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জম্মু-কাশ্মীরে গ্রেনেড হামলায় একজন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে একটি পুলিশ স্টেশনের কাছে গ্রেনেড হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ পুলিশসহ আহত হয়েছেন আরও ৫ জন।

পুলিশ জানায়, রোববার শ্রীনগর পুলিশ স্টেশনের কাছে অজ্ঞাত এক ব্যক্তি গ্রেনেড হামলা চালালে ঘটনাস্থলেই এক বেসামরিক নাগরিক নিহত হয়। হামলায় আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।

এদিকে, একইদিনে পাকিস্তান সীমান্তের কাছে ভারতের পাঞ্জাব রাজ্যে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২ জন।

পুলিশ জানিয়েছে, তার্ন তারান জেলার এক ব্যবসায়ী বোমার মতো একটি বস্তুকে আঘাত করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ওই ব্যবসায়ী ও তার ৭ বছরের মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি