সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যাংক ঋণ আদায় স্থগিত, ক্ষতিগ্রস্ত কৃষকের কাঁধে এখন দাদনের বোঝা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অগাম বন্যায় হাওরে ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি ঋণ অর্ধেক ও ঋণ আদায় আপাতত বন্ধ। প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় সেখানকার কৃষকরা কিছুটা ভারমুক্ত। কিন্তু প্রশ্ন হলো যেসব কৃষকরা মহাজনদের কাছ থেকে উচ্চসুদে ঋণ নেন, তাদের কী হবে?

হাওরে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন করে ত্রাণ বিতরণের সময় দেয়া বক্তৃতায় হাওরের অধিবাসীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সংকট মোকাবেলায় যতদিন প্রয়োজন ততদিনই খাদ্য সহায়তা দেবে সরকার। পাশাপাশি ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋণের বিষয়েও সুদের হার অর্ধেকে নামিয়ে আনা ও আদায় স্থগিত করা আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কিন্তু সুদের হার কমানো ও স্থগিত রাখায় কত কৃষক সরাসরি উপকৃত হবেন তার সুনির্দিষ্ট কোন তথ্য রয়েছে কিনা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি জেলা প্রশাসন। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলছেন, ইতোমধ্যেই চাল বিতরণসহ অনেক পদক্ষেপ নেয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর এনজিও ঋণের বিষয়েও কথা বলেছেন। এতে করে কৃষকরা উপকৃত হবেন বলে তিনি আশাবাদী।

ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছেন এমন একজন কৃষক মামুনুর রহমান বলছেন, ব্যাংক ঋণের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকর হলে তা কিছুটা স্বস্তি ফিরে আনবে। তবে তা নিয়ে ভিন্নমতও রয়েছে। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে যারা ধান করেন তাদের একজন মিল্লাত হোসেন। তিনি বলেন, ‘আমরা যখন গৃহস্থি করি তখন ব্যাংক ঋণ পাইনা। মহাজনের কাছ থেকে টাকা নিই। প্রতি মনে ৫০০ টাকা দরে মহাজনকে দুই মন ধান দিতে হয়। গতবারও ফসল পাইনি, এবারও নাই। গত বছর গরু বিক্রি করে শোধ করেছিলাম, এবার তো তাও নাই।’

হাওর অঞ্চল নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো বলছে, ব্যাংক বা এনজিও ঋণের সুদ কমানোর সিদ্ধান্ত উপযোগী। কিন্তু এ সুবিধার আওতার বাইরেই থাকবেন মিল্লাত হোসেনের মতো বেশিরভাগ কৃষকই। বেসরকারি সংগঠন পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা বলছেন কৃষকদের বাঁচাতে হলে দাদন বা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে নেয়া ঋণ পরিশোধে সহায়তা করতে হবে।

এ বিষয়ে কাশ্মীর রেজা বলেন, ‘হাওরাঞ্চলে কৃষকরা ব্যাংকের চেয়ে এনজিও থেকে ঋণ নেয় বেশি। তার চেয়েও বেশি হলো মহাজনের কাছ থেকে নেয়া ঋণ অর্থাৎ দাদন। এমন সংখ্যাই বেশি। শুধু ঋণের সুদ মওকুফ করলে কিছুসংখ্যক লোক উপকৃত হবে। আর ক্ষতিগ্রস্তদের বড় অংশই এর বাইরে থেকে যাবে’।

জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, এবারের বন্যায় শুধু সুনামগঞ্জেই প্রায় তিন লাখ কৃষক পরিবার নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছেন। যা ফসল ওঠার পর শোধ করার কথা। অন্যদিকে এ বছর তা শোধ করতে না পারলে আগামী বছরে ঋণও জুটবেনা তাদের। এমন পরিস্থিতিতে খাদ্য সহায়তা বা বিনামূল্যে সার বীজ দেয়ার ঘোষণায় তারা কতটা লাভবান হবেন সেটিই এখন দেখার বিষয়।

০১/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি