সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » ডলারের সঙ্কট মেটাতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা ব্যাংকারদের


ডলারের সঙ্কট মেটাতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা ব্যাংকারদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

বাজারমূল্যের চেয়ে বেশি দামে ডলার কিনে বিদেশী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা হাতিয়ে নেয়ার সুযোগ করে দিচ্ছে কিছু ব্যাংক। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমনি পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাথে এক বৈঠকে গতকাল কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে দেশের প্রথম প্রজন্মের একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের এমন আচরণ, শুধু বিদেশী প্রতিষ্ঠানই অর্থ হাতিয়ে নিচ্ছে না, এতে মুদ্রাবাজার অস্থিতিশীলতার পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিসিআইসি ও টিসিবির মতো জাতীয় প্রতিষ্ঠানের লোকসানের বোঝা বাড়িয়ে দিচ্ছে।
জানা গেছে, বিদেশে অবস্থানরত এক্সচেঞ্জ হাউজগুলোর মাধ্যমে ব্যাংকগুলো রেমিটারদের কাছ থেকে ডলার সংগ্রহ করে। এক্সচেঞ্জ হাউজগুলোর কাছ থেকে কী দরে ডলার কিনবে তা প্রতিদিন সকালেই ব্যাংকগুলো জানিয়ে দেয়। ব্যাংকগুলোর কাছ থেকে পাওয়া দর এক্সচেঞ্জ হাউজগুলো পর্যালোচনা করে একটি দর নির্ধারণ করে থাকে। সাধারণত সর্বনিম্ন দরে ডলার কিনে ব্যাংকগুলোতে সরবরাহ করা হয়। এখন কোনো ব্যাংক বেশি দর দিলে এর প্রকৃত সুবিধাভোগী হয় বিদেশী এক্সচেঞ্জগুলো। রেমিটারেরা এর সুবিধা পান না। গত সপ্তাহে কোনো কোনো ব্যাংক ৮৩ টাকা দরে এক্সচেঞ্জ হাউজগুলোর কাছ থেকে ডলার কিনেছে। সর্বনিম্ন দর ছিল ৮২ টাকা। সাধারণত সর্বনিম্ন দরেই ডলার কেনে এক্সচেঞ্জ হাউজগুলো। এতে প্রতি ডলারে অতিরিক্ত প্রায় এক টাকা চলে যাচ্ছে এক্সচেঞ্জ হাউজগুলোর পকেটে। এভাবে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিচ্ছে বিদেশী এক্সচেঞ্জ হাউজগুলো।
বাফেদার একজন কর্মকর্তা গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন, যে কারণে আমদানি পর্যায়ে ডলারে দাম বাড়ছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো এক্সচেঞ্জ হাউজগুলোর কাছ থেকে উচ্চমূল্যে ডলার কেনা। এর ফলে উচ্চমূল্যে ডলার কিনে দেশে আমদানি পর্যায়ে উচ্চমূল্যে ডলার বিক্রি করছে। এতে দায় বেড়ে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের।
বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের বেশির ভাগ বৈদেশিক বাণিজ্য হয় দেশের জাতীয় প্রতিষ্ঠানগুলোর। যেমন বিপিসি জ্বালানি তেল আমদানির জন্য আমদানি ঋণপত্র (এলসি) স্থাপন করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে। আবার বিসিআইসি সার, টিসিবি বিভিন্ন ভোগ্যপণ্য, খাদ্য অধিদফতর ভোগ্যপণ্য আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ব্যবহার করে থাকে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মতো জাতীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি না থাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ইচ্ছে মাফিক ডলারের মূল্য নির্ধারণ করছে। এতে জাতীয় সম্পদেরই অপচয় হচ্ছে না, এসব প্রতিষ্ঠানের লোকসানের বোঝাও দিন দিন বেড়েই চলছে।
তবে অগ্রণী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে ডলারের রেট ৮২ টাকা বেঁধে দেয়া হয়েছে। ফলে যেসব ব্যাংক বেশি দরে ডলার আনতো তারা গত সপ্তাহ থেকেই ডলারের মূল্য কমিয়ে দিয়েছে। ফলে যে অস্থিরতা ছিল তা অনেকটাই কেটে গেছে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে বাফেদার নেতারা বাংলাদেশ ব্যাংকের কাছে বাফেদা ও বাংলাদেশ ব্যাংক মিলে যে অভিন্ন মূল্য নির্ধারণ করে তা সব ব্যাংক পরিপালন করে এমন পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকগুলো পর্যবেক্ষণ করছেন তারা। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ থেকে ডলারের মূল্য ঠিক করতে বলা হয়েছে।
অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকগুলোকে চলতি সপ্তাহের মধ্যেই বাজারের সাথে ডলারের মূল্য নির্ধারণ করতে নির্দেশ দেয়া হয়েছে। এটা অমান্য করলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে কেন্দ্রীয় ব্যাংক।

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি