রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিল্পীদের আরেকটি জোট!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
টিভি-চলচ্চিত্র এবং সংগীতশিল্পীদের এখন অনেক সংগঠন। তার ভিড়ে সম্প্রতি নতুন আরেকটি সংগঠন নজর কেড়েছে সবার। যেখানে সব বিভাগের বেশ ক’জন শিল্পী-কুশলী জোটবদ্ধ হয়েছেন।

সংগঠনের একাধিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গঠিত হয়েছে ‘ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম’ নামের এই প্ল্যাটফর্মটি। দেশের তরুণ সমাজের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে, সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়াতে গঠিত হয়েছে এই ফোরামটি।

গত ২৯ এপ্রিল রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ফোরামটির কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই ফোরামের অধিকাংশ সদস্যই তারকা, ফলে তারকাখচিত মিলন মেলায় পরিণত হয়েছে সভাটি। ফোরামের প্রথম সাধারণ সভার আহ্বায়ক ছিলেন এর সহ-সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন।

সভায় তিনি বলেন, ‘আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ। অনেক স্বপ্ন এবং আশা নিয়ে একই চিন্তা, একই মানসিকতার সবাই একত্রিত হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়নে আমাদের ফোরাম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনও সংগঠনের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। আমরা সবার পাশে থাকতে চাই।’

ফোরামের সভাপতি অভিনেত্রী সাবেরী আলম বলেন, ‘আমার শক্তি আপনারা সবাই। আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই নানান সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই ফোরামে পদবী মুখ্য নয়। আমরা সবাই আন্তরিকতা নিয়ে ফোরামের জন্য কাজ করে যাবো এবং আমার বিশ্বাস এই ফোরাম এদেশের প্রেক্ষাপটে ইতিহাস হয়ে থাকবে।’

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি