শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আলাস্কায় ৬.২ মাত্রার ভূমিকম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কানাডার পশ্চিমাঞ্চলে আলাস্কা সীমান্তের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে সোমবার আঘাত হানা ভূমিকম্পের পরিমাপ ছিল ৬ দশমিক ২ বলে নিশ্চিত করেছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা।

মসকিটো লেক নামে পরিচিত ভূমিকম্প অনুভূত হওয়া এলাকার ওই পল্লীতে মাত্র তিনশ মানুষের বাস। স্থানটি আলাস্কা থেকে ৫৫ মাইল পশ্চিম ও উত্তর-পশ্চিমে অবস্থিত।

ভূমিকম্পের পর অন্তত তিনটি আফটার শক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভূ-তাত্ত্বিক অ্যামি বাঘহান। এ ঘটনায় কী ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি