শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কিমের সঙ্গে সংকট নিরসনে বৈঠকে বসতে চান প্রেসিডেন্ট ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সঙ্গে আলোচনায় বসে দুটি দেশের মধ্যে যে যুদ্ধংদেহী মনোভাব রয়েছে তা নিরসন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গ নিউজকে সোমবার ট্রাম্প বলেছেন কিমের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি যদি সেটা সঠিক সময়ে হয়। বরং তিনি এধরনের আলোচনায় বসে সন্মানিত বোধ করবেন। উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তা না মানলে দেশটিতে আক্রমণের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে উত্তর কোরিয়া বলছে, যুক্তরাষ্ট্র তা করলে তা দেশটি পারমাণবিক হামলার মুখে পড়ে ধংসপ্রাপ্ত হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এধরনের আলোচনা হতে পারে সঠিক পরিস্থিতির প্রেক্ষিতেই। এর আগে উত্তর কোরিয়ায় সম্ভাব্য আক্রমণের জন্যে কোরিয় উপদ্বীপে একাধিক যুদ্ধ জাহাজ পাঠালেও এখন ট্রাম্প চাচ্ছেন আলোচনার মধ্যে দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। সত্তর বছর বয়স্ক বিজনেস টাইকুন কিমকে ‘স্মার্ট কুকি’ হিসেবে অভিহিত করেন। বুদ্ধিমান ও বিচক্ষণ হিসেবে কিমের প্রশংসা করে ট্রাম্প এও বলেছেন তিনি কিমের সঙ্গে আলোচনায় বসতে পারলে খুশি হবেন।

ট্রাম্প বলেন, কিমের সঙ্গে আলোচনায় বসা যদি আমার জন্যে সঠিক হয়ে থাকে তবে আমি তাই করব। এবং তা করতে পারলে আমি নিজেকে সন্মানিত করব। ট্রাম্প আরো বলেন, আমি যে কারো সঙ্গে কথা বলতে পারি। প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারিভাযানের সময় গত জুন মাসে ট্রাম্প অবশ্য কিমে সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা ১০ থেকে ২০ ভাগ ছিল বলেছিলেন। ট্রাম্প বলেন অধিকাংশ রাজনীতিক এধরনের আলোচনায় বসার কথা বলেন না তবে আমি বলছি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি কিমের সঙ্গে বসতে পারি।
কিমের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নিয়ে হোয়াইট হাউস প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হোয়াইট হাউস প্রধান রেইন্স পেরিবাস বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বর্জন না করা পর্যন্ত কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সঠিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

এর আগে কোনো মার্কিন নেতা উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে আলোচনায় বসেননি। এধরনের বৈঠকে বসার ধারণাকে অত্যন্ত বিতর্কিত বলছে সিএনএন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার যুক্তরাষ্ট্র প্রথমে এধরনের বৈঠকে বসার আগে উত্তর কোরিয়ার মনোভাবে পরিবর্তন দেখতে চায়। আমরা দেখতে চাই উস্কানিমূলক আচরণ উত্তর কোরিয়া আর দেখাবে না। তবে কিম ও ট্রাম্পের আলোচনার সঠিক সময় এখনো আসেনি।

পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি