শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মোদি বলেন,এখন লগ্নির সেরা গন্তব্য ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিনিয়োগের গন্তব্য হিসেবে এখন ভারত সেরা গন্তব্য স্থান। মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর আরও দাবি, এখনকার মতো কখনও ভারতে বিনিয়োগের অনুকূল পরিস্থিতি ছিল না। সোমবার ভারত–তুরস্ক ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদি আরও বলেন, তিন বছরে তাঁর সরকার অর্থনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের জন্য অনেক পদক্ষেপ করেছে। আর তাতে উপকৃত হয়েছে দেশ।

আগামী মাসেই দ্বিতীয় এনডিএ সরকার তিন বছর পূর্ণ করছে। আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপি। তার আগে সোমবার উন্নয়ন নিয়ে দলের প্রচারের সুর মোদি বেঁধে দিলেন বলে মনে করা হচ্ছে। তাঁর সরকারের সময়ে— মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো কর্মসূচী ঘোষণা করা হয়েছে। তা মনে করিয়ে মোদি বলেন, ‘আজ বিশ্বের দ্রুত প্রসারণশীল অর্থনীতিগুলোর মধ্যে ভারত অন্যতম। কিন্তু এই প্রক্রিয়ায় শান্তি বজায় রাখতে অদক্ষতা সরিয়ে ফেলতে আমরা জোর দিয়েছি।’ আর তাতেই চমকপ্রদ সাফল্য এসেছে বলে দাবি করেছেন তিনি। তাঁর সরকার নতুন ভারত গড়তে চায়। তাই বিনিয়োগের পরিবেশ গড়ে তুলতে নিয়ম, নীতি এবং পদ্ধতির সংস্কার করবে। বিশ্বের ধনকুবেরদের অবস্থান তুরস্কে। তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এর্দোগানের উপস্থিতিতেই মোদি বলেন, দুই দেশের বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। মোদির মতে, দুই দেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়লে, প্রযুক্তিগত আদানপ্রদানের পথ সুগম হলে বাণিজ্য বাড়বে। ২০২২ সালের মধ্যে ভারত পাঁচ কোটি আবাসন বানাতে চায়। তুরস্ক এই কাজে অংশীদার হতে পারে।

পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি