সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উত্তর কোরিয়ায় আঘাতে যুক্তরাষ্ট্র সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এক সপ্তাহের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্র ফের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে যা উত্তর কোরিয়ায় আঘাত হানতে সক্ষম। আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম দিন সাতেক আগে প্রথমবার সফলভাবে নিক্ষেপ করেছিল দেশটি। উত্তর কোরিয়া কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা অব্যাহত রাখলে দেশটি আক্রমণের শিকার হবে এমন হুমকি দিয়ে নিজেই এধরনের অস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র।

বুধবার ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ারফোর্স ঘাঁটি থেকে আরেকটি ‘আনআর্মড মিনিটম্যান থার্ড মিসাইল’ ছোড়া হবে। একই ঘাঁটি থেকে এক সপ্তাহ আগে সফলভাবে যুক্তরাষ্ট্র আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যুক্তরাষ্ট্র।

পেন্টাগন কর্মকর্তারা ফক্স নিউজকে বলেন, এধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা দীর্ঘ পরিকল্পনার অংশ এবঙ সম্ভবত এটাই শেষ পরীক্ষা। ৩০তম স্পেস উইং কমান্ডার কর্নেল জন মস বলেন, এ পরীক্ষা যুক্তরাষ্ট্রের পারমাণবিক দক্ষতা দেখানোর জন্যেই করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর টিম ভি আবারো গ্লোবাল স্ট্রাইক কমান্ডের সঙ্গে সফলভাবে আরেকটি মিনিটম্যান থার্ড মিসাইল নিক্ষেপ করতে যাচ্ছে। আমাদের পারমাণবিক শক্তিমত্তা,দক্ষতা যাচাই ও প্রদর্শন করার জন্যে এটা প্রয়োজন।

জন মস আরো বলেন, মার্কিন জাতির জন্যে এধরনের লক্ষ্য নিয়ে নারী ও পুরুষের সমন্বয়ে দীর্ঘদিন ধরে ৫৭৬তম ফ্লাইট টেস্ট স্কোয়াড্রন যে কাজ করে যাচ্ছে তার জন্যে আমরা গর্বিত।

গত কয়েক সপ্তাহে ওয়াশিংটন ও পিয়ংইয়ং’এর মধ্যে যুদ্ধের দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোরিয়া উপদ্বীপের কাছেই প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএস কাল ভিনসন, যুদ্ধজাহাজ আরমাদা অবস্থান নিয়েছেন। এর প্রতিউত্তরে উত্তর কোরিয়া ব্যাপক মহড়া চালিয়েছে।

আইসিবিএম ক্ষেপণাস্ত্র কমপক্ষে সাড়ে ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব ৮ হাজার কিলোমিটার। এধরনের ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক বোমায় সজ্জিত থাকে।

পূর্বাশানিউজ/০৩-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি