সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এক দশকেই দেশ থেকে ৭৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০১৪ সালে বাংলাদেশ থেকে ৬ হতে ৯ বিলিয়ন মার্কিন ডলার কালোটাকা হিসেবে পাচার হয়ে গেছে। এবং এভাবেই গত এক দশকে দেশ থেকে পাচার হয়ে গেছে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার । গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রেটি (জিএফআই)’এর এক প্রতিবেদনে এ দাবি করা হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা এ প্রতিষ্ঠানটি সোমবার তাদের এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিষ্ঠানটি দেড়’শ দেশের ওপর এধরনের গবেষণা চালিয়েছে।

আমদানি রফতানির ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনে চালানের ক্ষেত্রে ইনভয়েস দুর্নীতি সহ অন্যান্য অপ্রকাশিত অনিয়ম বা অবৈধ কার্যক্রমে এক দশকেই বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ কালোটাকা। জিএফআই দ্বিপাক্ষিক বাণিজ্য পরিসংখ্যান বিশ্লেষণ ছাড়াও ব্যালান্স অব পেমেন্টের তথ্য পর্যালোচনা করে এধরনের প্রতিবেদন তৈরি করেছে। আইএমএফ’র সহায়তা নেওয়া হয়েছে প্রতিবেদন তৈরিতে। অবৈধভাবে আয়ের উৎসের সন্ধান ও তার গতিবিধি চিহ্নিত করতে যেয়ে এধরনের কালোটাকার গন্তব্য চিহ্নিত করা সম্ভব হয়েছে। ২০১৪ সালে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৭০ দশমিক শূন্য ৭ বিলিয়ন, যার ৯ থেকে ১৩ ভাগ কালোটাকা হিসেবে দেশের বাইরে পাচার হয়ে গেছে। কালো টাকার মধ্যে ৭ থেকে ১১ ভাগ পাচার হয়েছে ইনভয়েসের ক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে ও বাকি ২ ভাগ পাচার হয়েছে ব্যালান্স অব পেমেন্টের ক্ষেত্রে ত্রুটির কারণে।

খুব কম করে হলেও ২০১৪ সালে কালোটাকা পাচার হয়েছে ৬ বিলিয়ন ডলার এবং বেশি ধরলে তার পরিমাণ হচ্ছে প্রায় ৯ বিলিয়ন ডলার যা অন্তত ৩টি পদ্মা সেতু নির্মাণ করার জন্যে অতিরিক্ত। ২০১৩ সালে আরো বেশি কালোটাকা পাচার হয়েছিল যার পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলারের চেয়েও বেশি। ওই বছর রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের কারণে এত বেশি কালোটাকার লেনদেন হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বিশ্বে কালোটাকা পাচার বা এধরনের অবৈধ লেনদেনে বাংলাদেশ তালিকার ২৮তম স্থানে অবস্থান করছে। ২০১৩ সালের প্রতিবেদনে ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের এধরনের তালিকায় ২৬তম অবস্থানে ছিল।
প্রতিবেদনে বলা হয়, এধরনের কালোটাকা পাচার হয়ে যাওয়ায় দেশে আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৪ সালে ৪ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার সমপরিমাণ কালো টাকা অবৈধভাবে বাংলাদেশে আসে যা আগের বছরের তুলনায় ২৫ ভাগ বেশি। ২০১৩ সালে এর পরিমাণ ছিল ৩ দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার।

জিএফআই বলছে, ২০১৪ সালে উন্নয়নশীল দেশ থেকে কালোটাকা পাচারের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। ভারতে ২০১৩ সালে কালোটাকা পাচারের পরিমাণ ছিল ২১ দশমিক এক শূন্য বিলিয়ন ডলার। একই বছর পাকিস্তানে এর পরিমাণ ছিল ৫১৮ মিলিয়ন ডলার যা পরের বছর নেমে যায় ২৩ মিলিয়নে। ২০১৪ সালে চীন থেকে কালোটাকা পাচারের পরিমাণ ছিল ২৪৭ বিলিয়ন ডলার। এর আগের বছর এর পরিমাণ ছিল ১৯৪ বিলিয়ন ডলার।

জিএফআই’এর প্রতিবেদনে কোনো দেশ থেকে কালোটাকা পাচার বা অন্যদেশে গমনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যার পরিমাণ উন্নয়নশীল দেশগুলোর ১৪ থেকে ২৪ ভাগ বাণিজ্যের সমান। জিএফআই প্রেসিডেন্ট রেমন্ড ব্যাকার এধরনের কালোটাকার প্রবাহ বন্ধে উন্নয়নশীল দেশ ও ধনীদেশগুলোকে সমান গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই কালোটাকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত।

পূর্বাশানিউজ/০৩-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি