সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » ৪১ বছরে অর্থনীতির বৃদ্ধি ২১ গুণ, তবু ‘গরিব’ বাংলাদেশ ও নেপালের চেয়ে পিছিয়ে ভারত


৪১ বছরে অর্থনীতির বৃদ্ধি ২১ গুণ, তবু ‘গরিব’ বাংলাদেশ ও নেপালের চেয়ে পিছিয়ে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতীয় মিডিয়া বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে বাংলাদেশ ও নেপালকে গরিব প্রতিবেশি দেশ হিসেবে উল্লেখ করে বলেছে, ৪১ বছরে দেশটির অর্থনীতির আকার ২১ গুণ বৃদ্ধি ও শিশু মৃত্যুর হার ৬৮ ভাগ হ্রাস পেলেও অন্যান্য আর্থসামাজিক সূচক্এেদুটি দেশের চেয়ে পিছিয়ে আছে ভারত।

গতবছরের পরিসংখ্যানে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার যখন বাংলাদেশে ৩১, ভুটান(৩৩), রুয়ান্ডা (৩১) ও নেপালে ২৯ সেখানে ভারতে তা আজো ৪১টি। ৪২ বছর ধরে সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়ে আসছে। কিন্তু ভারতে এ প্রকল্প স্বাস্থ্য খাতের উন্নয়নে অবদান রেখেছে প্রতিবেশি দেশগুলোর চেয়ে কম।

এসময়ে ভারতের অর্থনীতি সূচক ২১’শ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিশু উন্নয়ন প্রকল্প ১৯৭৫ সালের ২ অক্টোবর শুরু হয় শিশু অপুষ্টি, অসুস্থতা, শেখার ক্ষমতা বৃদ্ধি ও মৃত্যুহার কমিয়ে আনার জন্যে। এ প্রকল্পে ভারতে ৯৯ দশমিক ৩ মিলিয়ন সুবিধাভোগী দাঁড়িয়েছে। প্রকল্পের কেন্দ্র রয়েছে ১৪ লাখ।

৫ বছরের নিচে শিশু মৃত্যু হার ভারতে যখন ৫০ তখন এ হার বাংলাদেশে ৩৮ ও ভুটান ৩৩। এছাড়া ভারতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় ৪০ মিলিয়ন শিশু রয়েছে যাদের বয়স ৫ বছরের কম ও যারা অপুষ্টির কারণে কম উচ্চতা সম্পন্ন। অথচ ভারত শিশু স্বাস্থ্য খাতে ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বরাদ্দ বৃদ্ধি করেছে ২’শ ভাগেরও বেশি।

০৩/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি