বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হাওরে অনিয়মের দায় স্বীকার করেছে পাউবো : দুদক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগের দায় পানি উন্নয়ন বোর্ড স্বীকার করেছে বলে জানিয়েছে দুদক।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে দুদক।

বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে দুদকে আসেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল হাই বাকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারুনুর রশীদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান।

এর আগে, ২০১৬ সালে এ ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে সন্তোষজনক প্রতিবেদন দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এর পরিপ্রেক্ষিতে আবারো প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এবারো তারা প্রতিবেদন দাখিল করেনি। এবার সুনামগঞ্জের হাওর অঞ্চলে দুর্যোগের জন্য বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে এই চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

পূর্বাশানিউজ/০৪-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি