শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মানসিক অসুস্থতা ও আমাদের দৃষ্টিভঙ্গি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আমাদের সমাজে এখনো কিছু ট্যাবু মনোভাব প্রচলিত আছে, যা বর্তমান উন্নত ধ্যান-ধারণার যুগে বেমানান। মানসিক রোগ এবং রোগীকে বিরূপ চোখে দেখা বা হেয় জ্ঞান করা সেরকমই একটি। অন্যভাবে বললে, মানসিক রোগী মানেই পাগল মনে করা বা এরূপ ধারণার প্রয়োগ করা উচিত নয় এবং এই অনুচিত কর্মটি আমাদের চারপাশে চলমান। ফলে চিকিত্সাবিজ্ঞানের এতো আধুনিকায়ন সত্ত্বেও মানসিক অসুস্থতা বিষয়ে জ্ঞান আমাদের মন-মানসিকতায় সেভাবে প্রসার লাভ করতে পারেনি। মানসিক অসুস্থতা একটি ব্যাপক বিষয়। মনোজগতের সকল অন্তর্নিহিত ব্যধিই এর অন্তর্ভুক্ত। ব্যক্তিবিশেষের মাঝে ভিন্ন ভিন্নভাবে এ রোগটি পরিলক্ষিত হয়। একজন উলঙ্গ পাগলকে আপনি মানসিক রোগী হিসেবে বিবেচনা করবেন। আবার একজন বিষণ্নতায় আক্রান্ত রোগীকেও আপনি মানসিক রোগী হিসেবেই বিবেচনা করবেন। তাছাড়া একটি কথার প্রচলন রয়েছে যে, আমরা সবাই কম-বেশি এ রোগে আক্রান্ত। কেননা চিকিত্সকদের ভাষায়:একজন সাধারণ মানুষও যদি সে রাগের বশবর্তী হয়ে প্রায়ই চিত্কার চেঁচামেঁচি করে তাহলে সে মানসিক রোগী। এখন কথা হলো- এই বিশেষ রোগটিকে আপনি কিভাবে গ্রহণ করবেন তা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু আপনার মনোভাব যদি অন্যদের প্রভাবিত করে কিংবা আক্রান্ত করে তাহলেই সমস্যা, যে সংস্কৃতির চর্চাটিই আমাদের সমাজে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এবারের বিশ্বস্বাস্থ্য দিবসে বিষণ্নতায় আক্রান্ত মানসিক রোগীর একটি ব্যাপক সংখ্যার কথা আমরা জানতে পারলাম। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক গবেষণায় উঠে এসেছে যে, ‘বাংলাদেশের ১২ দশমিক ৭ ভাগ মানুষ বিষণ্নতায় ভোগেন। অর্থাত্ ১৬ কোটি মানুষের এই দেশে বিষণ্নতায় ভোগা রোগীর সংখ্যা দুই কোটির বেশি।’ চিকিত্সকদের মতে, বিষণ্নতা একই সাথে মানসিক ও শারীরিক রোগ। এখন এ পরিসংখ্যানের সূত্র ধরেই প্রশ্ন জাগে, এ বিষণ্নতায় আক্রান্ত রোগী তথা মানসিক রোগীর জন্য দেশের পরিবেশ কতটুকু অনুকূল কিংবা আদৌ অনুকূল কিনা? পরিবেশ বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি, পারিবারিক, সামাজিক তথা গোটা জাতীয় পরিবেশ। যেখানে মনোরোগ বললেই আমরা বুঝে থাকি কোনো এক লজ্জাজনক রোগ। শরীরের অন্য সকল অসুখের মতো মনেরও যে অসুখ হতে পারে, এ বিষয়গুলো আমাদের সমাজে সমভাবে স্পষ্টও নয়। বরং যে মানুষটি এ সমস্যায় ভোগেন তাকে নিয়ে তার পরিবার সহজ হতে পারে না। সবিস্তারে বললে- পরিবার তাকে নিয়ে হীনমন্যতায় ভোগে। যার নানা কুপ্রভাব পড়ে ঐ ব্যক্তির জীবনের উপর। পরিবর্তিত মনস্তাত্ত্বিক অবস্থার মধ্যদিয়ে যাওয়া ঐ মানুষটিকে নিয়ে সবসময় পরিবারের সকলে জড়সড় হয়ে থাকে। আর এটি তো গেলো একদিকের কথা। অন্যদিকে এমনও হয় যে, সে মানুষটি (যিনি বিষণ্নতা বা মনোরোগে আক্রান্ত) পরিবারের অন্যদের কাছে তার সমস্যার কথা মুখ ফুটে বলতেও পারেন না। আর মানুষটি যদি উঠতি বয়সের হয় তাহলে সমস্যা আরো বেশি। কেননা, শহুরে পরিবারে এখনো সেই অনুকূল পরিবেশ পুরোপুরি গড়ে ওঠেনি যেখানে একজন সন্তান তার বাবা-মার কাছে তার মনের কথা, তার সমস্যার কথা অকপটে বলতে পারে। সে হিসেবে, গ্রামের ক্ষেত্রে এ বিষয়গুলো আরো বন্ধুর। তবে আশাব্যঞ্জক কথা হলো, মানসিক স্বাস্থ্য বিষয়টিকে সরকার গুরুত্ব দিয়েছে। শহরের এবং একই সাথে গ্রামের চিকিসত্কদের বিষণ্নতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিষণ্নতা মানসিক স্বাস্থ্যহানির একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই পর্যায়ে পৌঁছার আগের এবং পরের অবস্থা সম্পর্কেও আমাদের সতর্ক থাকতে হবে। পরিশেষে সরকারের প্রচেষ্টার পাশাপাশি ব্যক্তি,পরিবার তথা সামাজিক পর্যায়ে এ রোগের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির আধুনিকায়নে সচেষ্ট হতে হবে।
০৫ মে, ২০১৭ ইং/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি