বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‍’রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেশের বায়ু দূষণকারী উৎসের বৃহত্তর একক উৎস’


‍’রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেশের বায়ু দূষণকারী উৎসের বৃহত্তর একক উৎস’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আন্তর্জাতিক কয়লা ও বায়ু দূষণ বিশেষজ্ঞ লরী মিলিভারতা বলেছেন, রামপাল প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট মৈত্রী কয়লাভিত্তিক বিদ্যুৎ কন্দ্রে সারা বাংলাদেশের বায়ু দূষণকারী উৎসের মধ্যে বৃহত্তর একক উৎস হবে।

আন্তর্জাতিক কয়লা ও বায়ু দূষণ বিশেষজ্ঞ মিঃ লরী মিলিভারতা আজ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলনে স্কাইপের মাধ্যমে এসব তথ্য দেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল কক্ষে ‘‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ঃ সম্ভাব্য বায়ু দূষণ, বিষাক্ততা ও মানব দেহের উপর প্রভাব’’ শীর্ষক আর্ন্তজাতিক গবেষনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লরী মিলিভারতা আরো বলেন, বিদ্যুৎ কেন্দ্রের উদগীরণ সুন্দরব ইকোসিস্টেমসহ সমগ্র দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের এবং খুলণা,আশোকনগর, কল্যানগড়, সাতক্ষীরা, বেগমগঞ্জ, বশিরহাট, নরসিংদী, নোয়াখালি, বাসীপুর ও কুমিল্লা অঞাচরেল উপরের বাতাসে বিষাক্ত ধ ূলিকনার মাত্রা ও পরিমাপন অধিকতর খারাপ করে দেবে। ঢাকা ও কলকাতার বাসিন্দারা,বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বায়ু দূষণে মারাত্বকভাবে আক্রান্ত হবে। সমগ্র কর্মক্ষম সময়ে বিদ্যৎ কেন্দ্রের নির্গমণ-স্ট্রোাক ,ফুসফুসের কান্সার,বয়ষ্কদেও হৃদযন্ত্রেও ও শ্বাসতন্ত্রেও রোগসমূহ,সাথে সাথে শিশুদেও শ্বাস-প্রশ্বাসের উপসর্গেও ঝুঁকি বাড়িয়ে দেবে।

সংবাদ সম্মেলনের সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল এর সভাপতিত্বে উপস্থিত আছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, স্বাস্থ্য গবেষক অধ্যাপক ডা. এম আবু সাঈদ, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন। এছাড়াও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ গবেষক, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন অংশ গ্রহন করছেন।

পূর্বাশানিউজ/০৫-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি