রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুকুরের মাংস ৩০০ টাকা কেজি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ভারতের নাগাল্যান্ডে দেদারছে মানুষকে খাওয়ানো হচ্ছে কুকুরের মাংস। ৩০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে কুকুরের মাংস। রীতিমত জ্যান্ত কুকুর আমদানি হচ্ছে পাশের রাজ্য থেকে।

ভারতের আসাম রাজ্যের নগাঁওয়ের সামাগুড়ি থেকে নাগাল্যান্ডে পাচার হওয়ার উদ্দেশ্যে অপহৃত হওয়া ৭৫টি কুকুর উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ২২টি কুকুর বাঁচানো যায়নি, থানাতেই মৃত্যু হয় কয়েক’টির।

বাকি কুকুরগুলির সেবা যত্নের দায়িত্ব নিয়েছে পিপলস ফর অ্যানিমলস-এর গুয়াহাটি শাখা। আপাতত তাদের আশ্রয়েই থাকবে এই কুকুরগুলো।

সামাগুড়ি থানার ওসি রাজীব বর্মন জানান, এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেরা করে পুলিশ জানতে পারে নগাঁও এর রূপোহি এলাকা থেকে ঘুমপাড়ানো বিস্কুট দিয়ে তারা কুকুরগুলিকে অপহরণ করে। ওই অবস্থাতেই তাদের মুখ সেলাই করে দেওয়া হয়। প্রতিটি জ্যান্ত কুকুর তারা ৫০০ টাকা করে বিক্রি করতো।

07 May, 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি