রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মমতার চীন সফরে কেন্দ্রের না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছিল চীন সরকার। প্রাথমিক ভাবে স্থিরও হয়েছিল, চীনে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু প্রথমে রাজি হয়েও শেষ পর্যন্ত তার চীন যাত্রায় ছাড়পত্র দিল না ভারতের কেন্দ্রীয় সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বক্তব্য, প্রধানমন্ত্রী মোদি চাইছেন না, কোন মন্ত্রী এই মুহূর্তে সে দেশে সফর করুন। তাৎপর্যপূর্ণ ভাবে, আগামী মাসে চীনে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ শীর্ষক মেগা-প্রকল্পের সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কেন্দ্র নিজেই। একই ভাবে আগামী ১৪ তারিখে নয়াদিল্লিতে ভারত-রাশিয়া-চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও অনুপস্থিত থাকছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

কেন্দ্রীয় আইন অনুযায়ী, রাজ্যের কোন মন্ত্রী (এমনকী কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ বা আমলারাও) যদি সরকারি ভাবে বিদেশ সফরে যান তা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র (এনওসি) প্রয়োজন হয়। তবে এই নিয়ে বিতর্কও রয়েছে। রাজ্য সরকার সূত্রের বক্তব্য, ভারতীয় সংবিধানে কোথাও বলা নেই যে, অন্য রাষ্ট্রে সফরের জন্য কেন্দ্রের লিখিত অনুমতির প্রয়োজন। জওহরলাল নেহরুর সময়ও কোন রাজ্যের মন্ত্রীর বিদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর দফতরের ছাড়পত্র প্রয়োজন হতো না। কিন্তু ইন্দিরা গান্ধীর সময়ে এই বিষয়ে আইন পাশ করে কেন্দ্র। তার পর থেকে কোন মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোন মন্ত্রী যখনই বিদেশ সফরে গিয়েছেন, কেন্দ্রের অনুমতি নিয়েই তাদের যেতে হয়েছে।

পূর্বাশানিউজ/০৭-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি