রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সা য় মা খা তু ন একজন সফল নারী উদ্যোক্তা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:
জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিপূর্ণ ও আইলা সিডোর কবলিত জনপদ সাতক্ষীরা জেলার দক্ষিণ-পশ্চিম সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জনপদ শ্যামনগর উপজেলার নারী ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির রোল মডেল হিসেবে পরিচিত ‘নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)’-এর নারী উদ্যোক্তা বরাবরের মতো এবারও সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার অর্জন করেছে। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী চ-িপুর গ্রামের সদস্য সায়মা খাতুন এবার কৃষিতে শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার অর্জন করেছে। ভূমিহীন হতে জমির মালিক বনে যাওয়া সায়মা খাতুন আট ভাইবোনের মধ্যে তার অবস্থান সর্ব কনিষ্ঠ।
১৯৯৫ সাল। পারিবারিক অভাব-অনটন ঘোচানোর জন্য সায়মা খাতুনের পিতা তাকে তড়িঘড়ি করে ভূমিহীন মো. মান্দার মোল্লার দ্বিতীয় পুত্র মো. শফিকুল ইসলামের সাথে মাত্র ১৫ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পিতার বাড়ির অভাব ঘোচানোর জন্য অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসে শ্বশুরবাড়িতে যেয়ে সেই অভাব বিদ্যমান থাকে। কারণ একটাই, স্বামী বেকারও ভবঘুরে। সংসারের অভাব ঘোচানোর কোনো চিন্তা তার মাথাতেই নেই। সায়মা খাতুন দুশ্চিন্তায় পড়ে উপার্জনের পথ খুঁজতে থাকে। কিন্তু সেটাও সম্ভব হয় না। কারণ তিনি মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
এভাবে কয়েক বছর পার করার পর ১৯৯৮ সালে নওয়াবেঁকী গনমুখী ফাউন্ডেশন (এনজিএফ)-এর বুড়িগোয়ালিনী শাখা হতে গ্রাম সমিতির সদস্য হয়ে মাত্র ৪,০০০ টাকা ঋণ নিয়ে শুরু করেন জীবন সংগ্রামের কঠিন যুদ্ধ। পর্যায়ক্রমে তিনি এই ঋণ নানামুখী পেশায় বিনিয়োগ করেন এবং ঋণের পরিমাণ বাড়াতে থাকে। তিনি আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ করে লবণাক্ত পানিতে সোনা ফলিয়েছেন। তার প্রত্যেকটি উদ্যোগ ছিল পরিবেশ বান্ধব।
২০০৯ সালে তিনি ৩ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন এবং আইলা পরবর্তী দুর্যোগ মোকাবিলায় সংস্থার বিভিন্ন কৃষি কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। যেমনÑ মনোসেক্স তেলাপিয়া, গলদা চিংড়ির মিশ্র চাষ, গরু ও ছাগল পালন এবং বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষ ইত্যাদি। এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তিনি এ অঞ্চলের পরিবর্তিত জলবায়ুর সাথে যুদ্ধ করে তার প্রত্যেকটি কৃষি উদ্যোগে সফলতা অর্জন করেন। সর্বশেষে তিনি ২০১৫ সালের ১০ আগস্ট এনজিএফ হতে পুনঃরায় ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে মাছ, গরু, ছাগল পালনের পাশাপাশি বাণিজ্যিকভাবে সবজি চাষ শুরু করেন এবং নিজের উৎপাদিত সবজির স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকায় তিনি লভ্যাংশের মুখ দেখেন এবং সেই টাকায় এবার তিনি তার স্বপ্নের ঠিকানা পাকা বাড়ি তৈরির কাজে হাত দিয়েছেন। একজন সফল উদ্যোক্তা হিসেবে সায়মা খাতুন শুধু নিজেরই ভবিষ্যৎ গঠনে নিবেদিত নন, পাশাপাশি তিনি আরও ৩০ জন দরিদ্র মানুষকে খ-কালীন কর্মসংস্থানের জোগান দিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার সাফল্য এখানেই শেষ করতে চাই না। আমার এই উদ্যোগকে আরও বৃহৎ পরিসরে উন্নীত করে আরও অধিক দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। খামারে নিয়মিত মাটি-পানি পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। কেননা এই এলাকায় একক বাগদা চিংড়ি চাষের ব্যপক প্রবণতা রয়েছে। সম্প্রতি বছরগুলিতে বাগদা চিংড়ি চাষ ব্যাপক হারে ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। সেহেতু একক চিংড়ি চাষের পরিবর্তে মিশ্র চাষ চাষের গুরুত্বারোপ করে এ পদ্ধতিতে চাষাবাদ করে আমি নিরবিচ্ছিন্নভাবে সাফল্য অর্জন করেছি এবং এ চাষ পদ্ধতিতে ঝুঁকির পরিমাণ বহুলাংশে হ্রাস পেয়েছে। আমার এই চাষ পদ্ধতি এখন অনেকেই গ্রহণ করেছে এবং তারা সফলতাও পাচ্ছে। গত ১৫ এপ্রিল ১২তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এই নারী ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান করেন।
এবার তিনি বাণিজ্যিকভাবে পাবদা মাছের চাষ করার উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে ময়মনসিংহ থেকে পাবদা মাছের পোনা সরবরাহকারী প্রতিষ্ঠান সায়মার পুকুর ও পানি পরীক্ষা করে ইতিবাচক বলায় তিনি ১ লক্ষ পোনার অর্ডার দিয়েছেন। এছাড়াও তিনি নতুন করে টেংরা মাছের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছেন। এক সময় এই অঞ্চলে প্রাকৃতিকভাবে নদী-নালা, হাওর-বাঁওড় ও বিলে মিঠা পানিতে এসব মাছ পাওয়া যেত কিন্তু এখন অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে লবণ পানির আগ্রাসনে এসব অঞ্চল এখন লবণ পানির অভয়াশ্রম হওয়ায় এসব মাছ সহ মিঠা পানির বিভিন্ন মাছ আজ ধংশের মুখে পতিত হয়েছে।

০৭ মে ২০১৭/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি