শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রতিদিন সহিংসতার শিকার ৮ শিশু ও ৩ নারী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

গত ৫ বছরে প্রতিদিন গড়ে ৮ জন শিশু এবং ৩ জন নারী সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে পারিবারিক কলহে ধর্ষণ, এসিড নিক্ষেপ তো আছেই, সেই সঙ্গে ঘটছে হত্যা ও অপহরণের মতো ঘটনাও। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, সহিংসতা বন্ধে বিচারের দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি, পরিবার ও সমাজকে জোরালো ভূমিকা রাখতে হবে।

কেরানীগঞ্জের ৫ম শ্রেণীর শিশু আবদুল্লাহর কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। নিজের দাদার আপন ছোট ভাই অর্থের লোভে অপহরণ কোরে মুক্তিপণ নিয়েও খুন করে আবদুল্লাহকে। বড় ছেলের শোক ওলটপালট করে দিয়েছে মা রিনা বেগমের জীবন। সে ঘটনায় দায়ের করা মামলায় বেশিরভাগ আসামীই এখন জামিনে মুক্ত।

আব্দুল্লাহর কবরের পাশে মাঝেমধ্যেই দাঁড়িয়ে থাকেন বাবা আর ছোটভাই। শুধু আব্দুল্লাহ কেনো নারায়ণগঞ্জের ত্বকীর কথাই ধরা যাক। ত্বকী হত্যার বিচার আলোর মুখ দেখছে না বহু বছরেও।

শিশু অধিকার ফোরামের তথ্য মতে, গত ৫ বছরে সারাদেশে সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় ১৫ হাজার। এরমধ্যে শুধু অপহরণই হয়েছে ৭৪৪ জন শিশু। একইভাবে সহিংসতার শিকার হচ্ছেন নারীরাও। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হিসেবে ২০১২ থেকে গত মাস পর্যন্ত নারীর উপর সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় ৬ হাজার। এ সময়ে অপরহরণের শিকার ২১৮ জন নারী।

তবে এসব পরিসংখ্যান শুধুমাত্র প্রত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি হওয়ায় সংবাদপত্রে না আসা ঘটনাগুলো গণনার বাইরেই রয়ে গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, শিশু ও নারীর উপর সহিংসতা রোধে যত উচ্চবাচ্যই শোনা যাক না কেনো, এসব ঘটনা থামছে না কোনোভাবেই।

সাধারণত বয়স্কদের দ্বন্দ্বের বলি হচ্ছে শিশুরা। অপহরণ, ধর্ষণ, খুনসহ নানাবিধ সহিংসতা বন্ধে বিচারের দীর্ঘসূত্রিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবকেও দায়ী করেছেন তারা।

সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি অপহরণের পর আইন শৃঙ্খলাবাহিনী যেভাবে অল্প সময়ের মধ্যে শিশু সুমাইয়াকে উদ্ধার করেছে, সব ঘটনায় তেমন তৎপর হওয়া গেলে এসব অপরাধ অনেকাংশেই কমে যাবে।

০৮/০৫/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি