রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রেমিকা বিয়ে করতে সাহায্যের আবেদন জানিয়ে মোদিকে চিঠি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রতিদিন কতই না চিঠি আসে। এর মধ্যে কোন কোনটি থাকে সাহায্যের আবেদন জানিয়ে লেখা। অনেকে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েও চিঠি লেখেন। তাই বলে প্রেমিকাকে বিয়ে করতে সাহায্যের আবেদন জানিয়ে চিঠি! শুনতে অবাক লাগলেও ঘটনাই এমটাই ঘটেছে। চন্ডিগড়ের মেকানিকাল ইঞ্জিনিয়ার একটি ছেলে তার নার্স প্রেমিকাকে বিয়ে করতে সহায়তার আবেদন জানিয়েছে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছেন।

মেয়ে নার্স হওয়াতে ছেলেটির বাবা-মা তার সঙ্গে বিয়ে দিতে নারাজ। কোনো পথ না পেয়ে প্রধানমন্ত্রীর কাছেই আবেদন জানালেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি বলেছেন, তার বাবা-মাকে বোঝাতে প্রধানমন্ত্রী যেন কাউকে পাঠান। তিনি বুঝিয়ে-শুনিয়ে তার বাবা-মাকে বিয়েতে রাজি করাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস ইন্ডিয়া জানিয়েছে, চন্ডিগড় থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রতি মাসে অন্তত ৪০০ চিঠি আসে। যার বেশিরভাগব ব্যক্তিগত বিষয়ে অভিযোগ বা আবেদনের। এর মধ্যে ৬০ শতাংশ ব্যক্তিগত চিঠিই বিষয়বস্তু বড়ই অদ্ভূত আর মজার। এর মধ্যে একজন চিঠি পাঠিয়েছেন তার বাগান থেকে বিনা অনুমতিতে কেউ একজন ফুল তুলেছিলো সেই অভিযোগ জানিয়েছে। আর এজন্য কর্তৃপক্ষ দোষীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

আরেকজন সরকারকে পরামর্শ দিয়ে চিঠি। তিনি চন্ডিগড়ের পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য দুটি হেলিকপ্টার দিয়ে সুসজ্জিত করার পরামর্শ দিয়েছিলেন।

সারা দেশে থেকে অভিযোগ, আবেদন জানিয়ে আসা চিঠিগুলো সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে যায়। এরপর সেগুলো এলাকা অনুযায়ী আলাদা করে রাখা হয়। এরপর সেগুলো পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

পূর্বাশানিউজ/০৮-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি