সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাহুবলী-৩ তৈরি হওয়ার সম্ভাবনা নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাহুবলির প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বও সমগ্র ভারতবর্ষের সিনেমা প্রেমিদের মাতিয়ে তুলেছে। কাটাপ্পা কেন মারল বাহুবলীকে? প্রথম পর্বের পর এ প্রশ্নে উত্তরই যেন দ্বিতীয় পর্বের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে ছবিটি হাজার কোটি টাকার ক্লাবে ঢুকে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড করেছে। এই ব্যবসা সফলতার কারনে স্বভাবতই বাহুবলীর তৃতীয় পর্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সিনেমা প্রেমিদের মনে।

কিন্তু স্বয়ং পরিচালকের বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ সে আশায় পানি ঢেলে দিয়েছেন। তিনি বলেছেন, বাহুবলীর গল্প যা বলার ছিল তা বলা হয়ে গেছে। সুতরাং তৃতীয় পর্ব আসার আর কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। ছেলের সঙ্গে এ ব্যাপারে তাঁর কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

কিন্তু অন্য একটি সম্ভাবনা অবশ্য জেগে আছে। তাঁর মতে, বাহুবলীর এই ঐতিহ্য থেকে যাবে টেলিভিশন সিরিজে। বাহুবলী ছবিতে যে সেট দেখা গেছে সেখানেই শুটিং হবে টিভি সিরিজের। আর এভাবে বেঁচে থাকবে বাহুবলী ও তার দুনিয়া।

জানা গিয়েছে, এই টেলিভিশন সিরিজ শুরু হবে শিবগামীর উত্থান দিয়ে। কী করে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় মাহিষমতির রাজাকে ছাপিয়ে শিবগামী হয়ে উঠলেন সর্বেসর্বা, যে কাহিনি ছবিতে দেখা যায়নি, তাই উঠে আসতে পারে এই টিভি সিরিজে।

পূর্বাশানিউজ/০৮-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি