রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রিজার্ভ চুরির টাকা ফেরত পেতে ফিলিপাইনে নতুন আইন প্রয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ফিলিপাইনের অর্থমন্ত্রী কার্লোস ডোমিগুয়েজ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত দিতে তার দেশে নতুন আইন প্রয়োজন। নতুন আইন হলে ৬৫ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত পাঠাতে পারবে ফিলিপাইন। নতুন আইন হলে টাকা ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর হবে।

জাপানের ইয়োকোহামায় এডিবির বার্ষিক সভা চলছে। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বিষয়টি জানান ফিলিপাইনের অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে আইনে সীমাবদ্ধতা রয়েছে চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে এবং ফলে ১৫ মিলিয়ন ডলার অর্থ বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে যা ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক আটকাতে সমর্থ হয়েছিল। এখন ফিলিপাইনে নতুন আইন হলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া আরো ৬৫ মিলিয়ন ডলার চিহ্নিত ও উদ্ধার করা সম্ভব হবে।

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ চুরির অর্থ ফেরত পাঠানোর বিষয়টি তদারকি করছে কিন্তু রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন এ টাকা ফেরত পাঠাতে গরিমসি করছে। তিনি বলেন, ব্যাংকে কোনো টাকা গেলে তা ফেরত পাঠানোর দায়িত্ব প্রতিষ্ঠানটির কিন্তু স্টেকহোল্ডাররা অপমান হবে বলে রিজাল রিজার্ভ চুরির টাকা হাতে পেয়েও তা বাংলাদেশকে ফেরত দিচ্ছে না।

গত বছর ৪ ফেব্রুয়ারি হ্যাকররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়ার পর নিউইয়র্ক থেকে ফেডারেল রিজার্ভ ব্যাংক জানায় এ টাকার ২০ মিলিয়ন ডলার শ্রীলংকায় ও ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে পাচার হয়ে গেছে। এর পর শ্রীলংকা থেকে ২০ মিলিয়ন ডলার ফেরত পাওয়া গেলেও ফিলিপাইন থেকে আইনী জটিলতায় বাকি টাকা ফেরত পাওয়া সম্ভব হয়নি।

পূর্বাশানিউজ/০৮-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি