সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » অভিযোগপত্রে আমার নাম কেন আসলো তা এখনো বুঝে উঠতে পারছি না: জায়েদ খান


অভিযোগপত্রে আমার নাম কেন আসলো তা এখনো বুঝে উঠতে পারছি না: জায়েদ খান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:গত ৮ মে বাংলাদেশ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এর ভোটগ্রহন শেষে গনণার সময় দেরী হওয়ার কারণ জানতে গভীর রাতে এফডিসিতে যান চিত্রনায়ক শাকিব খান। এসময় তার উপর হামলা হয়। আর সে ঘটনায় গত ৮ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় শাকিব খান অভিযোগ করেন।

অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের নাম রয়েছে। ওই দিন রাতের আরও কিছু ঘটনা অভিযোগপত্রে তুলে ধরেছেন তিনি।

এ বিষয়ে প্রিয়.কম থেকে জায়েদ খানের মন্তব্য জানতে দুপুর দুইটার দিকে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাতে তিনি ফোন রিসিভ করেন নি। এরপর তাকে ম্যাসেজ পাঠানো হয় তাতে তিনি কোন ধরনের রিপলাই দেন নি। এরপর একটি টিএন্ডটি নাম্বার থেকে তাকে দুইবার ফোন দেওয়া হয় তাও তিনি রিসিভ করেন নি।

তবে এ বিষয়ে গণমাধ্যমে জায়েদ খানের ভাষ্য এরকম-আমিও খবরটা শুনে হতবাক হয়েছি। শাকিব খান আমার বড় ভাই। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সব শিল্পীকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে। অভিযোগপত্রে আমার নাম কেন আসলো তা এখনো বুঝে উঠতে পারছি না। ওই দিন রাতে উপস্থিত সবাই দেখেছেন আমি কীভাবে তাকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি।’

তাহলে আপনার নাম আসলো কেন? এমন প্রশ্নে জায়েদ খান বলেন, হতে পারে আমার জয়ে ঈর্ষান্বিত হয়ে কেউ এ কাজ করছেন অথবা শাকিব খানকে দিয়ে কেউ করাচ্ছেন। ’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচনে জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৭৯ আর নিকটতম প্রতিদ্বন্ধী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি