শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাপানে শক্তিশালী ভূমিকম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬।

তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এতে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ওকিনাওয়া অঞ্চলে মিয়াকো দ্বীপের জলভাগে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্র।

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের কারণে সাগর উত্তাল হতে পারে কিন্তু সুনামির কোনো আশঙ্কা নেই।

জাপানের রাজধানী টোকিও থেকে ১ হাজার ৮৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত মিয়াকো দ্বীপ। এই দ্বীপে ৫৫ হাজার মানুষের বসবাস।

জাপান চারটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। যে কারণে প্রতিবছর অসংখ্য ভূমিকম্প হয়ে থাকে দেশটিতে। তবে ভূমিকম্প নিয়ে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা থাকায় এবং ভবন তৈরিতে নিয়মনীতি মেনে চলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়ে থাকে।

তবে ২০১১ সালের ১১ মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্পে সুনামি হয়। তাতে মারা যায় প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ। তিনটি পারমাণবিক চুল্লি গলে যায়।

০৯ মে ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি