শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্প ভারতের বন্ধু নাকি শত্রু?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

‘আপ কি বার মোদি সরকার’। ভারতের মোদি সরকারের নির্বাচনী প্রচারণার এই স্লোগানটিকে অনুকরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায়ও বলেছিলেন, ‘আপ কি বার ট্রাম্প সরকার’। অন্য একটি সভায় বলেছিলেন, ‘আমরা ভারতীয়দের ভালোবাসি, ভালোবাসি ভারতকে।’ নির্বাচনী প্রচারণায় বলা এই কথাগুলো কতটুকু সত্য বাস্তবতার নীরিখে; যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে ইতোমধ্যেই তার শতদিন অতিবাহিত করেছেন?

প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন অতিক্রান্ত হওয়ার পর ভারতীয়দের প্রতি ট্রাম্পের ইতিবাচক মনোভব এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা সমালোচনা। ইতোমধ্যে মার্কিন প্রশাসন কতৃক এইচ-১বি ভিসা বাতিল সহ পাকিস্তান বিষয়ক মনোভব ভারতীয় গণমাধ্যম ও কূটনৈতিক মহলকে আবারও পূনর্যাচাইয়ের টেবিলে নিয়ে এসেছে। ভারতীয় এনডিটিভির ‘রিয়েলিটি চেক’ নামক সর্বশেষ এপিসোডে এই ব্যাপারটিরই অনুসন্ধান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই নিউইয়র্কের টাইম স্কোয়ারে উপস্থাপকের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ব্যাবসায়ী এবং ট্রাম্পের ঘনিষ্টজন হিসেবে পরিচিত শালাভ কুমার। তিনি ট্রাম্পের বিজয় উদযাপন তহবিলে সবচেয়ে বেশি প্রায় ৯ লাখ ডলার অনুদান দেন। শালাবকে এইচ-১বি ভিসা বাতিল করে দেওয়ার প্রসঙ্গে জিজ্ঞেস করলে জানান, এটি আবারও পূনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত ১৮ এপ্রিল ট্রাম্প এটি পর্যালোচনা করার নির্বাহী আদেশ দেন। সালাব কুমার ইন্দো-মার্কিন সম্পর্ক নিয়ে দারুণ আশাবাদী। এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতিবছর প্রযুক্তিখাতে কাজ করার জন্য বিদেশীদের নিজ দেশে আমন্ত্রণ জানায়। আর এসব বিদেশীর মধ্যে ৭০ শতাংশই হয় ভারতীয়।

টাইম স্কোয়ারে উপস্থিত একজন রিপাবলিকান মুখপাত্রও এসময় ভিসা পর্যালোচনার বিষয়টির উপর গুরুত্বারোপ করেন।

যুক্তরাষ্ট্রে নিয়োজিত সাবেক ভারতীয় কূটনীতিক অরুণ সিং সম্প্রতি ট্রাম্পের শতদিন পূর্ন হওয়ার পরপরই ইন্দো-মার্কিন সম্পর্ক ও ভিসা বাতিল প্রসঙ্গে বলেছিলেন, ‘ভারত মার্কিন সম্পর্ক অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে অনেক বিস্তৃতি নিয়ে এগিয়ে চলেছে। অরুণ সিং যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বুশের আমলের শেষ চার বছর এবং ওবামা আমলের ২ বছর ভারতের প্রতিনীধিত্ব করেন। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বেশ কয়েকবারই ভারতের প্রতি তার ইতিবাচক মনোভব প্রকাশ করেন এবং মোদির সঙ্গে ফোনেও কথা বলেন।’ তিনি জানান, ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং পররাষ্ট্র সচিব এস জয়শঙ্গর সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টারও সম্প্রতি ভারত সফর করেছেন। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলিও যুক্তরাষ্ট্র সফর করে মার্কিন কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাত করেছেন। এই ব্যপারগুলো আসলে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিচ্ছে। তবে এইচ-১বি ভিসা বাতিলকে অরুণ সিং ভারতের জন্য এক ধরণের প্রতিবন্ধকতা হিসেবেই চিহ্নিত করেছেন। এছাড়াও কর হ্রাস এবং অবকাঠামো খাতের জন্য যুক্তরাষ্ট্র যে ঘাটতিতে পড়বে তার জন্য সারা পৃথিবীজুড়েই সুদের হার বেড়ে যেতে পারে। এই ব্যপারটিও ভারতের জন্য অনুকূল নয়। ট্রাম্পের শতদিনে অনেক প্রতিশ্রুতিই তিনি রক্ষা করেছেন যদিও অন্য অনেক প্রতিশ্রুতি রক্ষায় তিনি চ্যালেঞ্জের মুকোমুখি হয়েছেন।

তবে যুক্তরাষ্ট্র নিয়ে ভারতের সবচেয়ে বড় শঙ্কার জায়গাটি আসলে পাকিস্তান। ট্রাম্পের শতদিন মূল্যয়ন করতে গিয়ে অরুণ সিং সব শেষে এই প্রসঙ্গটি টানেন। তিনি জানান, মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক সম্প্রতি ভারতের পাশাপাশি আফগানিস্থান এবং পাকিস্তানও সফর করেছেন। সফরে তিনি এই এলাকার সমস্যা নিরসনে আলোচনার ব্যপারটিকে সামনে নিয়ে আসেন। আর এই আলোচনার প্রসঙ্গ এলেই ভারত নিজেকে কোনঠাসা মনে করে। কাশ্মির নিয়ে তারা কোন আলোচনায় যেতে চায়না।

এনডিটিভির রিয়েলিটি চেক অনুষ্ঠানেও গত এপ্রিলের শুরুতেই জাতিসংঘে মার্কিন প্রতিনীধি নিকি হ্যালির বক্তব্যের প্রসঙ্গ টানা হয়। নিকি হ্যালি ওই বক্তব্যে বলেছিলেন, ভারত পাকিস্তানের উচিৎ তাদের সমস্যাগুলো সমাধানের জন্য সরাসরি আলোচনায় বসা। ওই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে যুক্তরাষ্ট্রের কোন সমস্যা নেই বলেও তিনি জানান। আর এটিকেই সমস্যা মনে করছে ভারত। তবে, এ প্রসঙ্গে কোন সমস্যা দেকছেন না ব্যাবসায়ী শালাব কুমার। তিনি বরং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ দুজনকেই এ ব্যপারে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। যদিও অনুষ্ঠানের লাইভে ভারতীয় সাবেক কূটনীতিক হারদিপ পুরি মোদি-নেওয়াজ সমঝোতার প্রসঙ্গটিকে একেবারেই নাকচ করে দেন।

০৯/০৫/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি