রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে প্রধানসহ ৮ বিচারপতির কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

এবার ভারতের কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।  সি এস কারনানকে ওই সাজা শুনিয়েছে সাত সদস্যের একটি বেঞ্চ। একইসঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশ মহানির্দেশককে আদেশ দেওয়া হয়েছে কারনানকে গ্রেফতার করার জন্য।

৯ মে মঙ্গলবারের এই সাজা ঘোষণার আগের দিন ৮ মে সোমবার কারনান এক অভূতপূর্ব সাজা ঘোষণা করেন। যেখানে তিনি ভারতের প্রধান বিচারপতি জে এস খেহরসহ সুপ্রিম কোর্টের আটজন বিচারকের পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করেন, সঙ্গে এক লক্ষ টাকা করে জরিমানা।

গত ২৩ জানুয়ারি থেকে বিচারপতিদের এই সংকটের শুরু। কলকাতা হাইকোর্টের বিচারপতি কারনান সম্প্রতি প্রধানমন্ত্রী মোদিকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি সুপ্রিম কোর্ট ও মাদ্রাজ হাইকোর্টের কয়েকজন অবসরপ্রাপ্ত এবং কর্মরত বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। সেই বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার জন্যও বিচারপতি কারনান প্রধানমন্ত্রীকে লেখেন। এই চিঠিকে বিচারবিভাগের অবমাননা হিসেবে ধরা হবে না কেন, সুপ্রিম কোর্টে হাজির হয়ে সে প্রশ্নের জবাব দিতে বিচারপতি কারনানকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। বিচারপতি কারনান এদিন হাজিরা দেননি।

১ মে বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়। পরে গত সপ্তাহে বিচারপতি কারনানের মানসিক সুস্থতা পরীক্ষার জন্য তার বাড়িতে পুলিশ ও বিশেষ চিকিৎসক দল গেলে তিনি তাদের ফিরিয়ে দেন।

দুই দফা তারিখ দেওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় শুক্রবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের সাত সদস্যের ওই বেঞ্চ।। কলকাতার পুলিশ যখন তাকে গ্রেফতার করতে যায়, তখন তিনি সুপ্রিম কোর্টের আদেশকে ‘অন্যায়’ এবং ‘অসাংবিধানিক’ ঘোষণা দিয়ে সাথে সাথে তা স্থগিত করে দেন এবং তৎক্ষণাৎ নিজের বাড়িতেই এক বিশেষ আদালত বসিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে শাস্তির আদেশ দেন।  যদিও তার কাছ থেকে সব বিচারিক ও প্রশাসনিক ক্ষমতা আগেই নিয়ে নিয়েছে সর্বোচ্চ আদালত, তাই তার জারি করা নির্দেশের কোনো আইনি অনুমোদন নেই।

০৯ মে ২০১৭/ রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি