সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শাকিবকে পরামর্শ দিলেন চার কিংবদন্তি নায়ক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

ক্যারিয়ারের শীর্ষে থাকা শাকিব খানের সময় খুব খারাপ যাচ্ছে। তবে এই নেতিবাচক সময়ের সাথে নিজের বুদ্ধিমত্তা দিয়ে পেরে উঠছেন না তিনি। নানান রকম ভুল সিদ্ধান্তের কারণে বারবার নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। এমন সংকটময় অবস্থা থেকে উদ্ধার পেতে তার প্রয়োজন শীতল মস্তিষ্কের সৎ উপদেশ। আর এই দায়িত্ব স্বদিচ্ছায় তুলে নিলেন চার প্রবীণ কিংবদন্তি নায়ক রাজ্জাক, ফারুক, সোহেল রানা, আলমগীর।

রাজ্জাক: অভিনেতা রাজ্জাক বলেন, ‘শাকিবের উচিত চলচ্চিত্রসংশ্লিষ্টদের সঙ্গে সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে যত দ্রুত সম্ভব এক হয়ে কাজ করা। তাতে তারই মঙ্গল হবে। চলচ্চিত্রের জন্যও ভালো হবে।’

সোহেল রানা: ফারুকের কথার রেশ ধরে সোহেল রানা বলেন, ‘নির্বাচনের রাতে শাকিবের ওপর আদৌ হামলা হয়েছে কি না জানি না। আমি সেখানে ছিলাম না। তবে বিভিন্ন গণমাধ্যম মারফত বিষয়টি শুনলাম। এখন আমার প্রশ্ন, এত রাতে শাকিব কেন এফডিসিতে গেল? নির্বাচনের ভোটগণনা কক্ষে সে কোন এখতিয়ারে প্রবেশ করেছে? তা ছাড়া এফডিসিতে সে কী এমন বলেছে যে তার ওপর হামলা হয়েছে? একজন জনপ্রিয় শিল্পীর ওপর তো এমনি এমনি হামলা হতে পারে না। আমি শাকিবকে ভুল পথ থেকে ফিরে আসার কথা বলছি। সে চলচ্চিত্রের মধ্যমণি। কারো কারো উসকানিতে নিজের অনেক ক্ষতি করেছে। আর নয়। এবার ভুলটা বোঝা উচিত। ’

আলমগীর: নায়ক রাজ্জাকের সাথে একই মত পোষণ করেছেন আলমগীর। তিনি বলেন, ‘শাকিবের ক্যারিয়ার এখন চ্যালেঞ্জের মুখে। মাথা গরম করে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে তাকে। তা না হলে আরো কঠিন অবস্থায় পড়তে হবে।’

ফারুক: অভিনেতাকে কঠোর অবস্থান থেকে সরে এসে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেছেন। শাকিব নিজের পায়ে নিজে কুড়াল মারছেন বলে এক বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা ফারুক। তিনি বলেন, ‘শাকিব দিন দিন নিজেকে ছোট করছে। ভোটগণনার দিন মধ্যরাতে কেন এফডিসিতে গেল সে? পরে আবার থানায়ও যাবে কেন! এসব করে কী বোঝাতে চায় সে? আমরা কি মরে গেছি! সে ভুল পথে রয়েছে। এক্ষুনি উচিৎ সঠিক পথে ফিরে আসা।

পূর্বাশানিউজ/১১-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি